পোস্টগুলি

বীর সন্ন্যাসী । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

স্বামী বিবেকানন্দের ভাবনায় ভারতবর্ষ । আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
মহামানবের মিলনভূমি , বর্ণগত , জাতি ও ধর্মগত বৈচিত্রের দেশ ভারতবর্ষের যে মহানুভব আদর্শ এবং ঐতিহ্য ছিল এত্তদিনকার অর্জিত অহংকার , সেই আদলের কোথায় যেন এক বিরাট ব্যাপক পরিবর্তন এসেছে । এক অনন্য অন্ধকার সেই মহানুভব ঐতিহ্যের জীবন্ত শরীরে ধ্বংশের পেরেক পুঁততে নিরন্তর সচেষ্ট । বিরাট ভূখন্ড প্রাচীন মানবসভ্যতার নাম ভারতবর্ষ । সৃষ্টিলগ্ন থেকেই জাতি ও ধর্মের ভিন্নতা এ দেশে এক নজির তৈরি করতে সক্ষম হয়েছে । সাহিত্যে এবং ইতিহাসে সে জয়গাঁথা আজও আমাদেরকে পুলকিত করে । সে সাঁকোটি এত্তদিন ছিল সকল জাতি ও ধর্মের মনুষ্যের চলাচলের মাধ্যম , সেইখানে পোস্টার পড়েছে আজ , শুনহ হে মানুষ সকল , এই সাঁকো দিয়ে এঁরা হবে পারাপার , আর ওঁরা অচ্ছুৎ , ওদের নেই কোন অধিকার । এই সাঁকোটিকে দেশ ভেবে পড়ুন , তবেই বিষয়টি সহজলভ্য হবে ।  এমন ধর্ম ও বর্ণগত সংকটের মুখে ভারতবর্ষ পড়েছে কীনা যথেষ্ট সন্দেহ রয়েছে । প্রাচীন ভারতের তেমন ইতিহাস পাওয়া মুশকিল , তবুও কুয়াশা সরিয়ে যতটুকু লক্ষ্যগোচর হয় , তাতে অনুমিত হয় , এত্তবড় ধর্মসংকট সেই সময়ও ছিল না । মুসলিম যুগেও যথেষ্ট সম্প্রীতির বাতাবরণ রক্ষিত ছিল । ইংরেজ ...