পোস্টগুলি

কৃষি ঋন লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কৃষকদের সার্বিক উন্নয়নে নজর দিক রাষ্ট্র - আলোচনায় আরিফুল ইসলাম সাহাজি

ছবি
রাষ্ট্র কিম্বা জাতির সার্বিক কল্যাণ সাধিত হওয়ার জন্য সর্বাংশের সমৃদ্ধি প্রয়োজন । কোন কারণে সমষ্টি উন্নয়ন ব্যতিরেকে কিয়দংশের উন্নয়নে রাষ্ট্র সচেষ্ট হলে রাজনৈতিক কেষ্ট বিষ্টদের ফায়দা হলেও দেশ ও জাতির কাছে তা নিতান্ত অর্থহীন ।শরীরের কোন বিশেষ অংশের শ্রীবৃদ্ধি যেমন সুস্বাস্থ্যর পরিচায়ক নয় ,তথাপি বৃহৎজনগোষ্টীর নগণ্য অংশের উন্নয়ন রাষ্ট্রের সার্বিক সমৃদ্ধির নির্ণায়ক সূচক নয় ।দুঃখের ও পরিতাপের বিষয় ,দেশের বর্তমান ও অতীত রাজনীতিক ,সামাজিক ও অর্থায়ন পরিমিতি কিন্তু এই বৈষম্যময় দিকেই ইঙ্গিত করে বা করছে ।দেশের বৃহৎ অংশের জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনীতিক জীবনের গল্প কিন্তু বেশ করুন । ভারতীয় জনগোষ্টীর বৃহৎঅংশের মানুষের কর্ম কৃষিকাজ ।সমাজ গঠন ও রাষ্ট্রের কল্যাণসাধনে বিরাট ভূমিকা নেন কৃষকজনগোষ্টী ।দেশ এগিয়ে গেছে ,কিন্তু সমাজের এই বৃহৎ অংশ এখনও প্রান্তিক সীমায় অবস্থান করছে ।অথচ , রাঘববোয়াল শিল্পপতিরা সমগ্র ভারতীয় জনগোষ্টীর অতি নগণ্য অংশ হলেও সম্পদের সিংহভাগ তাদের কারাযত্ত ।ঋণ খেলাপ ও অনাদায়ী ঋণের টাকা বেআইনি পথে লুট করে দেশকে সর্বশান্ত করছে । <script async src="//pagead2.googlesyndication....