পোস্টগুলি

dounlod bangla kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নামহীন একটি কবিতা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হলুদাভ বিষন্ন পীড়িত হৃদয়ে বসে ক্লান্ত পথিক আমি দেখছি ভগ্ন হৃদয়ে জীবনের হাজার ওঠানামা ;পীড়িত আমি বাড়াও তোমার হাত আমি বাঁচতে চাই । জীবনের গহন সমুদ্রে ডুব মেরেছি বার বার ,সরিয়ে দিতে চেয়েছি হাজারো আঁধার ,কিন্তু পারিনি তাই ফিরে এসেছি বার বার ।

নিরাপত্তা চাই -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তরালে একাকিনী ,সুপ্তির কৌটোয়  জমেনি একটিও আধুলি..... রাক্ষুসে হাওয়ায় নিস্তব্ধ সময়  আটলান্টা থেকে ধেয়ে আসে  শতাব্দীর খিদে ,বাধা পায়  সপ্ন উচ্চারন ..... প্রচ্ছদপট রক্তে আঁকা  অক্ষরগুলো মূকবধিরের মত  তিমির রাত্রির ঘন অন্ধকার.... হৃদগগনে অশনি সংকেত  জোসনালোকিত্ রাত্রে অকারন  বজ্রপাত .... ক্ষুদ্রভেলায় অভিযাত্রী হয়েছি তাই  ফিরব না আর কাঙ্ক্ষিত চিত্রের  আলোকিত সপ্ন নিয়ে ভাঙন সমরাহে  খাটিয়ায় কাঁধ দিতে...... তারচেয়ে দুর থেকে তাপ্পী মারা ব্লাউজের  ফাঁক দিয়ে বিশ্ব কে দেখব....আর ঈশ্বর  কে বলব হে প্রভু একটু খানি নিরাপত্তা  দাও........
ছবি
বিপন্ন জীবন - আরিফুল ইসলাম সাহাজী  সারারাত ছিলাম উলঙ্গ সপ্নের সাথে  ভালবাসার মানুষ আজ আমায় ডেকেছে , এক রোখা রোদ্দুর উন্মক্ত হয়ে  খেতে আসছে ভালবাসাকে ! ফাটাফাটি জোসনার রূপালী কর্ণারে  মুখের দিকে কি থাকব ফিরে ! বোধকেলণ্ত লাগছে - প্রথম দেখায় কি বলব ওকে ? আর্তনাত !জনহীন এ্ই বনসপতিতলে  একি প্রিয়া ?কাপড় হাঁটুর উপরে  যন্তনার সাইক্লোন বুকে আছড়ে পড়ে  একটু আগে ও ধর্ষিত হয়েছে । Add caption
ছবি
কবিতার কথা হলে - আরিফুল ইসলাম সাহাজী  কবিতার কথা হলে রিদতারাটি  প্রবল জোরে বেজে ওঠে , কবিতার কথা হলে রিদগ্রোংতির  অতল গহ্বর হতে বেরিয়ে আসতে  চাই সহশ্রাব্দ যুক্ত অলস দীপ্প্রোহোর , কবিতার কথা হলে বসন্তের বাতাসের মত মিশে যেতে  ইচেছ করে নিশীথ অন্ধকারের অলিতে  গলিতে ; কবিতার কথা হলে ইচেছ নদীতে তরী  ভাসিয়ে অত্তোহূতি দিতে বাসনা  জাগে মাঝ সুমুদে ,............................ আর কবিতার কথা হলে তোমার কথা  বড় মনে পরে ! Add caption
ছবি
 আমার প্রথম প্রেম - আরিফুল ইসলাম সাহাজী  ভালবাসা ,প্রেম শব্দ দুটির মধ্যে আলাদা একটা মাদকতা রয়েছে বলে আমার মনে হয়.একটা সময় এমন আছে সময় টা মেন্ষন করেই বলি ,জোউনোতা প্রাপ্তির পর প্রেম বলতে নারী শরীর আর আদিম রিপুর দেহজ  খেলা.কিন্তু জোউবোন একটু আসন গেড়ে বসার পর প্রেম দেহ ছড়িয়ে মনওজগতে বিরাজ করে.এতো  গেল প্রেমের সাত সতরও ; এ আজ আমার বলবার বিষয়ই নয়. আমার প্রথম প্রেম ,কথা টা লীক্তেই স্মৃতিরা জোট বেঁধে আমাকে হুমকি দিচ্ছে কিছুতেই খুলবে না রিদকপাট. সাল 2009 বি.এ সেকেন্ডয়ের স্টুডেন্ট ,তারিখটা মনে করতে পারছি না ,পড়তে গেছি বাঙ্গলা সাহিত্যের একজন বিশিষ্ট প্রফেসর এর কাছে ,পরবতী কালে তিনি হয়েছিলেন আমার খুব কাছের একজন মান...
হাজার বছরের জমানো পুরানো যনত্রনা -                                    ২৫ বছরের একটু বেশি সময্  ধরে এই পৃথিবীতে আছি,কিনতু পাযের তলার মাটি করমশ পিচছিল হযে যাচছে !যেকোন সময হযত পডে যেতে পারি ;অসহ লাগে,বুকের রকতো চোখের জল হযে বেরিযে আসতে চাই .                                                                                                                                                              অনেক সপনিল অনজনের গাথুঁনি ছিল হৃদযে ,কিনতু...