আমার প্রথম প্রেম - আরিফুল ইসলাম সাহাজী ভালবাসা ,প্রেম শব্দ দুটির মধ্যে আলাদা একটা মাদকতা রয়েছে বলে আমার মনে হয়.একটা সময় এমন আছে সময় টা মেন্ষন করেই বলি ,জোউনোতা প্রাপ্তির পর প্রেম বলতে নারী শরীর আর আদিম রিপুর দেহজ খেলা.কিন্তু জোউবোন একটু আসন গেড়ে বসার পর প্রেম দেহ ছড়িয়ে মনওজগতে বিরাজ করে.এতো গেল প্রেমের সাত সতরও ; এ আজ আমার বলবার বিষয়ই নয়. আমার প্রথম প্রেম ,কথা টা লীক্তেই স্মৃতিরা জোট বেঁধে আমাকে হুমকি দিচ্ছে কিছুতেই খুলবে না রিদকপাট. সাল 2009 বি.এ সেকেন্ডয়ের স্টুডেন্ট ,তারিখটা মনে করতে পারছি না ,পড়তে গেছি বাঙ্গলা সাহিত্যের একজন বিশিষ্ট প্রফেসর এর কাছে ,পরবতী কালে তিনি হয়েছিলেন আমার খুব কাছের একজন মান...