পোস্টগুলি

bangla kobita bishoyok alochona লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তোমাকে দিলাম - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তর মন্দির প্রাঙ্গণে জমে ওঠা কঙ্কালসার নিস্তব্দ সময়কে সযত্নে পাশ কাটিয়ে তোমাকে দিলাম আগামীর সহস্র বেড়া ভাঙ্গা মুক্তির সোনালী বুদ বুদ । ছলনার অন্তরালে লুকিয়ে থাকা ,কালগর্ভে নির্বাসিত গণকবরে চাপা পড়া মানবতা কে রঙ্গিন কাগজে মুড়ে তোমাকে দিলাম । শরীরের স্বাদ নয় ,চুম্বনের উন্মুক্ততা নয় ,শারীরিক মিলনের উষ্ণতা নয় , তোমাকে দিলাম হৃদয়ের অন্তহীন ভালবাসা আর  হাজারো শতাব্দীর সমস্ত গোলাপ এক জায়গায় জোগাড় করে তার সুবাস তোমাকে দিলাম ।

অধরা সুখ - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
              সুখ ,তোমায় নিয়ে আর ভাবিনা , সপ্নও দেখিনা তোমার কাছাকাছি যাওযার ভাবনার রং তুলি শুকিয়ে গেছে , যেকোন সময় ঝরে পড়বে হয়ত সুর কেটে গেছে ,লয়ও হারিয়ে গেছে অজানা দিগন্তে ;কষ্টরা আজ জোট বেঁধেছে যেতে পারব না তাই তোমার কাছে । সুখ ,তুমি না থাকলেও বেশ আছি ! সময়ও কাটছে নিজের মতো করে , তবে মনের সাথে যে যুদ্ধ তাতে নিয়মিত যাচ্ছি হেরে । সুখ ,তোমার অভাব মিটছে আজ হতাশার অলিগলিতে , বেশ আছি আজ ,কর্মহীনতার কাফনে জড়ানো জীবন্তলাশ হয়ে !

তুমি কি শুনতে পাও মাটির কান্না! - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
যুদ্ধের শেষ সেনাপতি তুমি কি শুনতে পাও মাটির কান্না ! মাসের প্রথম রবিবার এসো করি শপথ চার দেয়ালের বাইরে কখনো কাছে কখনো দুরে নিশ্বাস যখন হবে পীড়িত কাঁধে কাঁধ মিলিয়ে নিঃশব্দে হিপ্ক্রিট শয়তানদের বাতেল্লা ,চিরতরে করে দেব রুদ্ধ । তারপর , ভয়াবহ সেই দিনগুলো ভুলে নতুন পৃথিবী গড়ব নিজেদের মতো করে নিঃশব্দে....... ইয়াহু কি আনন্দ ।

কবিতা বিষয়ক আলোচনা -আজকের আলোচ্য কবিতা অসুখী একজন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি

নোবেলজয়ী চিলিয়ান সাহিত্যিক ও দক্ষ রাজনীতিবিদ পাবলো নেরুদা বিরচিত ,(তরজমাকারক নবারুন ভট্রাচার্য )"অসুখী একজন "কবিতায় একদিকে যুদ্ধ এর ভয়ংকর বিভীষিকাময়তা ,অন্যদিকে শাশ্বত চিরজীবী প্রেমের দ্বন্দ অনুপম আলেখ্য হয়ে উঠেছে । কবিতার একেবারে শুরুতেই এক করুন সুরের ঝংকার আমাদের মর্মে ধ্বনিত হয় ।কবিতার প্রথম দুটি চরণ লক্ষ্য করা যাক -                           "আমি তাকে ছেড়ে দিলাম                             অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়.....।" যুদ্ধক্ষেত্রে যাওয়া বিপ্লবীর মনে কোন বাসনায় থাকে না ফিরবার ,কিন্তু প্রিয়জন থাকে অপেক্ষায় -এ অপেক্ষা অন্তহীন ,চিরন্তন যার গতি ।অপেক্ষার প্রহর ক্রমশ হয় ভারি -তারপর নেমে আসে যু...

অনুকবিতা :বেজন্মা

ছবি
এক মুখ পোড়া মিনসের এক ফোঁটা বীর্যে আমার গর্ভে বেড়ে উঠছে একটা দলাপাকানো রক্তকণা !

বিপন্ন জীবন 2

ছবি
ঘাতকের দেয়া ক্ষত আর পিশাচের থেকে বাঁচতে স৉প্নিল সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল , না পারিনি সে ;উত্তাল তরঙ্গে ভেসে গেল ছোট সে চাঁদ ! মনমসজিদের দারে প্রবল জোরে টকা মারে একটি প্রশ্ন ,মহাশূন্য থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগবে আজ ?সবুজ ,সাদা , নাকি হায়েনার রক্তজমাট সেঁধিয়ে  যায়া রক্তিম গোলাপ !
ছবি
কবিতার কথা হলে - আরিফুল ইসলাম সাহাজী  কবিতার কথা হলে রিদতারাটি  প্রবল জোরে বেজে ওঠে , কবিতার কথা হলে রিদগ্রোংতির  অতল গহ্বর হতে বেরিয়ে আসতে  চাই সহশ্রাব্দ যুক্ত অলস দীপ্প্রোহোর , কবিতার কথা হলে বসন্তের বাতাসের মত মিশে যেতে  ইচেছ করে নিশীথ অন্ধকারের অলিতে  গলিতে ; কবিতার কথা হলে ইচেছ নদীতে তরী  ভাসিয়ে অত্তোহূতি দিতে বাসনা  জাগে মাঝ সুমুদে ,............................ আর কবিতার কথা হলে তোমার কথা  বড় মনে পরে ! Add caption
ছবি
 আমার প্রথম প্রেম - আরিফুল ইসলাম সাহাজী  ভালবাসা ,প্রেম শব্দ দুটির মধ্যে আলাদা একটা মাদকতা রয়েছে বলে আমার মনে হয়.একটা সময় এমন আছে সময় টা মেন্ষন করেই বলি ,জোউনোতা প্রাপ্তির পর প্রেম বলতে নারী শরীর আর আদিম রিপুর দেহজ  খেলা.কিন্তু জোউবোন একটু আসন গেড়ে বসার পর প্রেম দেহ ছড়িয়ে মনওজগতে বিরাজ করে.এতো  গেল প্রেমের সাত সতরও ; এ আজ আমার বলবার বিষয়ই নয়. আমার প্রথম প্রেম ,কথা টা লীক্তেই স্মৃতিরা জোট বেঁধে আমাকে হুমকি দিচ্ছে কিছুতেই খুলবে না রিদকপাট. সাল 2009 বি.এ সেকেন্ডয়ের স্টুডেন্ট ,তারিখটা মনে করতে পারছি না ,পড়তে গেছি বাঙ্গলা সাহিত্যের একজন বিশিষ্ট প্রফেসর এর কাছে ,পরবতী কালে তিনি হয়েছিলেন আমার খুব কাছের একজন মান...