জীবনানন্দ দাশের কাব্যে অন্ধকার প্রসঙ্গ ও মৃত্যু চেতনার স্বরুপ । বিশ্লেষন করছেন আরিফুল ইসলাম সাহাজি ।
বাংলা কবিতার বরপুত্র কবি জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশ বিশ শতকের বাংলা কবিতার শ্রেষ্ঠতম কবি । রবীন্দ্রনাথের জীবদ্দশায় রবীন্দ্র ভিন্ন স্বর দিয়ে বাংলা কবিতার শরীর গঠন করবার কথা যাঁরা ভাবতেন জীবনানন্দ তাঁদের মধ্যে প্রধানতম মুখ । বাংলা কবিতায় নতুন রক্ত প্রবহমান শুধু করেননি তিনি , বাঙালি পাঠককে দিয়েছিলেন ভিন্নতর এক অনন্য কাব্য আস্বাদ । জীবদ্দশায় মাত্র ১৬৭টি কবিতা তাঁর প্রকাশিত হয়েছিল , তাতেই তিনি কাব্য জগতে তুলেছিলেন বিষ্ময়কর এক অভিজ্ঞান । ভাবতে অবাক লাগে , এই সময়কার কাব্যকলায় যাঁরা পদচিহ্ন রাখছেন , তাঁরা কয়েকমাসে তারও অধিক কাব্য রচনা করেন । পাঠকের মনে হতে পারে , মাত্র এই কয়েকটি কবিতা নিয়েই কী সজ্জিত ছিল কবি জীবনানন্দের কাব্য সংসার , এমন ভাবলে ভুল হবে , কেননা জীবনানন্দ নিরন্তর ভাবে কাব্য সাধনায় ব্যাপিত ছিলেন এক প্রকার লোকচক্ষুর অগোচরেই ছিল , তাঁর সেসকল কাব্য সম্ভার । শনিবারের চিঠি পত্রিকার সম্পাদক সজনীকান্ত সেন ছিলেন জীবনানন্দের কাব্যের বিরুপ সমালোচক , কবি কাজী নজরুলের মত সজনী , আধুনিক কবিতার বরপুত্র জীবনানন্দের কাব্যময় জীবনের এক বিরাট কাঁটা স্বরুপ ছিলেন । ...