যুদ্ধ জিগিরের উচ্চ সুরে পাঁচবছরের ব্যর্থতার ইতিবৃত্ত চাপা পড়লে মুশকিল ।
আরিফুল ইসলাম সাহাজি । । চারদিক থেকে ঘিরে ধরেছিলেন বিরোধীরা । তিন রাজ্যের বিফলতা ব্যাকফুটে নিয়ে গিয়েছিল শাসক শিবিরকে , তেমনি রাহুল গান্ধীর নেতৃত্বে ইউ.পি .এ জোট ক্ষমতা থেকে মাত্র কিছুটা দূরে ছিল । দেশের প্রায় প্রতিটি সমীক্ষায় ছিল সেই ইঙ্গিত ,সকলের অভিমত ফিরবে না চৌকিদারের দল । নোটবন্ধি , জি.এস.টি , এন .আর .সি , ব্যাঙ্ক জালিয়াতি , ১৫ লাখ , কালো টাকা উদ্ধার , সংখ্যালঘু দলিত নির্যাতনে অতিষ্ট হয়ে উঠেছিলেন ১৩০ কোটি মানুষ । নির্বাচনও একেবারেই ঘাড়ের কাছে , পুরোপুরি ব্যর্থ সরকারের কাছে গর্ব করার মত কোন ইস্যু নেই । রাম মন্দির স্থাপনেও ব্যর্থ হওয়ায় ঘরের মধ্যেও কোনঠাসা হয়ে পড়ছিলেন মোদী - শাহ । শিবসেনা , বিশ্বহিন্দু পরিষদ ও সরে যাচ্ছিলেন পাশ থেকে । একটা বিপ্রতীপ বাতাস বইছিল শাসক দলের । নির্বাচনের কম বেশি দুই মাস দেরি , ঠিক সেই মুহূর্ত ঘটল পুলমায়ার ট্রাজেডি । মৃত্যু হলো জনা চল্লিশের বীর জোয়ানের । উল্লেখযোগ্য ভাবে সেই সময় কাশ্মীরে চলছে রাষ্ট্রপতি শাসন । দায় নিল জঙ্গি সংঘটন জইশ ই মহম্মদ । যুদ্ধ যুদ্ধ রব উঠল চারিদিকে । যে দেশের বেশিরভাগ মানুষ দরিদ্য সীমায় এবং তার নিচে...