উদাত্ত আহ্বান - আরিফুল ইসলাম সাহাজি
হে অনিকেত পথের অভিযাত্রী ঐ শোন শঙ্খধ্বনি আদিনান্ত নিশীথ আরক্ত নিঃশব্দে মৃত্যুর আনাগোনা কীটদগ্ধ ধরনী ঐ বাজে প্রলয় ডঙ্কা ! স্বপ্নয়াত ছায়ামূর্তি ,পথ হারিয়ে একা আজ পথ দেখাও করি উদাত্ত আহ্বান হে অনিকেত পথের অভিযাত্রী ঘুমিয়ে পড়া হৃদ অ্যালবামকে জাগিয়ে তোল আবার । ফিরুক শান্তি সম্প্রতি মায়ার বন্ধন ।