অনন্ত জীবন - রবীন্দ্রনাথ ঠাকুর অধিক করি না আশা, কিসের বিষাদ, জনমেছি দু দিনের তরে-- যাহা মনে আসে তাই আপনার মনে গান গাই আনন্দের ভরে। এ আমার গানগুলি দু দণ্ডের গান রবে না রবে না চিরদিন-- পুরব-আকাশ হতে উঠিবে উচ্ছ্বাস, পশ্চিমেতে হইবে বিলীন। তোরা ফুল, তোরা পাখি, তোরা খোলা প্রাণ, জগতের আনন্দ যে তোরা, জগতের বিষাদ-পাসরা। পৃথিবীতে উঠিয়াছে আনন্দলহরী তোরা তার একেকটি ঢেউ, কখন উঠিলি আর কখন মিলালি জানিতেও পারিল না কেউ। নাই তোর নাই রে ভাবনা, এ জগতে কিছুই মরে না। নদীস্রোতে কোটি কোটি মৃত্তিকার কণা ভেসে আসে, সাগরে মিশায়-- জান না কোথায় তারা যায়! একেকটি কণা লয়ে গোপনে সাগর রচিছে বিশাল মহাদেশ, না জানি কবে তা হবে শেষ! মুহূর্তেই ভেসে যায় আমাদের গান, জান না তো কোথায় তা যায়! আকাশের সাগরসীমায়! আকাশ-সমুদ্র-তলে গোপনে গোপনে গীতরাজ্য হতেছে সৃজন, যত গান উঠিতেছে ধরার আকাশে সেইখানে করিছে গমন। আকাশ পুরিয়া যাবে শেষ, উঠিবে গানের মহাদেশ। নাই তোর নাই রে ভাবনা, এ জগতে কিছুই মরে না। কাল দেখেছিনু পথে হরষে খেলিতেছিল দুটি ভাই গলাগলি করি দেখেছিনু জানালায় নীরবে দাঁড়ায়েছিল দুটি...
পোস্টগুলি
bangla bikhato kobider kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে
বয়স বাড়ছে ! - আরিফুল ইসলাম সাহাজি
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বয়স বাড়ছে ,একটা দিন ,মাস ,বছর , জীবনের ইনিংসে শুধুই সিঙ্গেল , চার ছয় মারা হয়ে ওঠেনি আজও , কয়েকবার তো আনাড়ি ফিল্ডার এর সৌজন্যে আউট হতে হতে বাঁচা ! বয়স বাড়ছে !অন্তরপুরে চিরন্তন হাহাকার , হৃদয়ে ক্ষত ,হৃদপিন্ডে বাড়ছে রক্তচাপ কিডনিতে হয়ত একটা পাথর জমেছে , মস্তিষ্কে দিগন্তহীন ঝড় । বয়স বাড়ছে ! পৃথিবীটাও কেমন যেন পাল্টে যাচ্ছে , সব যেন ঘোলাটে ,একটা রঙ বড় হয়ে উঠছে , কঙ্কালসার নিস্তব্ধ সময়..... সন্ধাতারারা লজ্জা পাই ,চাঁদের কলঙ্ককে হার মানায় । বয়স বাড়ছে ! বাড়ছে কলমের ধার প্রেমের কবিতা লিখতে পারিনা আর , চার ছয় মারতে এলোমেলো বাটন ঘোরায় , ইয়ারকার ,গুগলি ,বাউন্স ধেয়ে আসে বার বার জীবনের ইনিংসে টিকে থাকা দায় ! এবার একটু বিরতি দরকার....