দেয়াল লিখন -আরিফুল ইসলাম সাহাজি
আকাশে বাতাসে প্রতিটিক্ষণে আজ যেন শবপ্রদশর্নী মানস জাগৃতির অমানিশায় সেজে উঠেছে পৃথিবী... রুক্ষপ্রান্তর আজ রক্তে ভেজা ,হুঙ্কার শব্দ সর্বত্র রনিত মানবতার জয়গান আজ অপেক্ষার ফুল... সংবাদপত্র আজ খুলি না আর ,দেখে দেখে বড় ক্লান্ত ক্রুব্দ জনসমুদ্রের যন্তনাসিক্ত উন্মাদনা ; একাকিত্বের দ্বীপে আমরা বড় একা.... যন্তনাত্র সময়ে গণকবরের গর্ভে প্রতিধ্বনিত হয় শতাব্দীর যুগযন্তনা ,অসহদহন আর জাতপাতের খেলা.... আহত হরিণীর মত প্রাণপণ বাঁচবার চেষ্টা ,এক লহমায় শেষ জীবনের জয়গাথা ;বিকালে সূর্যের রক্তিম আভা আর কুয়াশার দীর্ঘশ্বাসের অন্তরালে চাপা পড়ছে মানবতা..... রাষ্ট্র ,বিপ্লব ,মৌলবাদ ,ভ্রষ্টাচার ,অন্ধকার যা কিছু মানুষ ও মানবতাবিরোধী , তার বিরুদ্ধে দাঁড়িয়ে সংশপ্তক এর ভূমিকা পালন করা দরকার ;দুপা বেয়ে ঝরুক রক...