পোস্টগুলি

Bangla kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দেয়াল লিখন -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আকাশে বাতাসে প্রতিটিক্ষণে আজ যেন শবপ্রদশর্নী মানস জাগৃতির অমানিশায় সেজে উঠেছে পৃথিবী... রুক্ষপ্রান্তর আজ রক্তে ভেজা ,হুঙ্কার শব্দ সর্বত্র রনিত মানবতার জয়গান আজ অপেক্ষার ফুল... সংবাদপত্র আজ খুলি না আর ,দেখে দেখে বড় ক্লান্ত ক্রুব্দ জনসমুদ্রের যন্তনাসিক্ত উন্মাদনা ; একাকিত্বের দ্বীপে আমরা বড় একা.... যন্তনাত্র সময়ে গণকবরের গর্ভে প্রতিধ্বনিত হয় শতাব্দীর যুগযন্তনা ,অসহদহন আর জাতপাতের খেলা.... আহত হরিণীর মত প্রাণপণ বাঁচবার চেষ্টা ,এক লহমায় শেষ জীবনের জয়গাথা ;বিকালে সূর্যের রক্তিম আভা আর কুয়াশার দীর্ঘশ্বাসের অন্তরালে চাপা পড়ছে মানবতা..... রাষ্ট্র ,বিপ্লব ,মৌলবাদ ,ভ্রষ্টাচার ,অন্ধকার যা কিছু মানুষ ও মানবতাবিরোধী , তার বিরুদ্ধে দাঁড়িয়ে সংশপ্তক এর ভূমিকা পালন করা দরকার ;দুপা বেয়ে ঝরুক রক...

অদ্ভুত আঁধার - জীবনানন্দ দাশ

ছবি
অদ্ভুত আঁধার এক অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা; যাদের হৃদয়ে কোনো প্রেম নেই - প্রীতি নেই - করুণার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি এখনো যাদের কাছে স্বাভাবিক ব'লে মনে হয় মহত্‍‌ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়।

দুটো জোনাকি ধার দিতে পার ! - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
Feeling in the interior of the mind  Lying heart! Seeing the dreams of poisonous people  One day you will understand that day  Who was I? Maybe it's late, Maybe the other two hearts  Together, Paradise will be composed,  It's not wrong; all flowers are what  Get place in flowering? The black hole that spreads, again  So the stroller is fodder! Worried mind wounds, Lying on the floor; Flood ....... Today he is despised, day-by-day  Today he is in the limelight sunshine  Do not think, the thinkers of ideas are deliberate  Thinking! The heart of the sickness is gradual  Increase pressure ........ What can be thought of in this way! Lying on the floor in the inner room  An unhealthy heart, or a complaint  No brochure with the police station, Meetings and did not meet, Not to mention a voluntary organization, The sign of acceptance of the sign! So wailing all aroun...

আমি নির্জনতা ভালবাসি - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হাজার লোকের মাঝেও মাঝে মাঝে একলা হয়ে পড়ি ,হাজার কথার মাঝেও নিজেকে হারিয়ে ফেলি..... হাজার কাজের মাঝেও দিনান্তে অশান্ত মনে শান্তি খুঁজি ,হাজার কোলাহল টানে না আর , তাই মনমরা হয়ে থাকি..... সমাজ , সংসার , আলেয়ার আলো..... বড় বেমানান আমি..... আমি যে নির্জনতা বড় ভালবাসি ।

ভালবাসি - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তোমাকে ভালবাসি হয়ত তুমি যার পথ চেয়ে থাক তার চেয়ে বেশি । তোমাকে ভালবাসি হয়ত নিজের থেকেও বেশি ;তোমাকে ভালবাসি হয়ত কবিতার থেকেও বেশি । তোমাকে ভালবাসি তাই হয়ত আজও হারিয়ে যায়নি ,তোমাকে ভালবাসি তাই  হয়ত আজও শব্দরা দেয়নি ফাঁকি । তোমাকে ভালবাসি.......

কবিতার জন্ম হবে !- আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ছাত্র পিটিয়ে হন্তদন্ত হয়ে বাড়ির পথে ,গতি বাড়িয়েছি সামনেই তেচাকা যন্তদানব উঠতে যেতেই মুখোমুখি ফেলে আসা অতীত । অপর সময় হলে হয়ত হাঁটতাম যে যার নিজের পথে ,আকস্মিক তাই পাশাপাশি বসা ,দু পাশে দুই অচেনা ,মাঝে আমরা , হয়ত একদিন ভাল ভাবে চিনতাম ,কতবার কবিতার রূপকল্প হয়ে উঠেছে ওর মুখটা । আজ পাশের অচেনাদের মত সহ্স্র মিলিয়ন দুরত্ব , নিয়তি আকস্মিক দুজনকে পাশাপাশি বসিয়ে ক্রুর হাসি হাসছে ! অসস্তি ,একটা গুমোট বাতাস দমবন্ধ করতে চাইছে । হালকা হওয়ার চেষ্টা ,যেন কিছুই হয়নি এরূপ কিছু জিজ্ঞসা ! আলাপন নিয়ে অহেতুক নাড়াচাড়া ,চোখ বন্ধ করে ঘুমাবার চেষ্টা , বার দুয়েক অনিচ্ছাকৃত শারীরিক স্পর্শ ,স্মৃতিরা শ্রাবণবরিষণ হয়ে হৃদি চিমনির উস্ম ধোঁয়াকে শীতলতার প্রলেপ দিতেই বুঝলাম একটা কবিতার জন্ম ...

বয়স বাড়ছে ! - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বয়স বাড়ছে ,একটা দিন ,মাস ,বছর , জীবনের ইনিংসে শুধুই সিঙ্গেল , চার ছয় মারা হয়ে ওঠেনি আজও , কয়েকবার তো আনাড়ি ফিল্ডার এর সৌজন্যে আউট হতে হতে বাঁচা ! বয়স বাড়ছে !অন্তরপুরে চিরন্তন হাহাকার , হৃদয়ে ক্ষত ,হৃদপিন্ডে বাড়ছে রক্তচাপ কিডনিতে হয়ত একটা পাথর জমেছে , মস্তিষ্কে দিগন্তহীন ঝড় । বয়স বাড়ছে ! পৃথিবীটাও কেমন যেন পাল্টে যাচ্ছে , সব যেন ঘোলাটে ,একটা রঙ বড় হয়ে উঠছে , কঙ্কালসার নিস্তব্ধ সময়..... সন্ধাতারারা লজ্জা পাই ,চাঁদের কলঙ্ককে হার মানায় । বয়স বাড়ছে ! বাড়ছে কলমের ধার প্রেমের কবিতা লিখতে পারিনা আর , চার ছয় মারতে এলোমেলো বাটন ঘোরায় , ইয়ারকার ,গুগলি ,বাউন্স ধেয়ে আসে বার বার জীবনের ইনিংসে টিকে থাকা দায় ! এবার একটু বিরতি দরকার....

আমার শরীর ভাল নেই - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আমার শরীর ভাল নেই ঘুন ধরা সমাজের মত রোগগ্রস্ত হয়ে পড়ছি ক্রমশ......... অল্পতেই মেজাজ হারিয়ে ফেলি , নিজের মত সর্বজনীন করতে চাই , ভেঙে ফেলতে চাই অপরের আবেগ ,অনুভূতি আর মূল্যবোধ.............. আমার শরীর ভাল নেই সুস্ত মানুষ দেখলে রক্ত জ্বালা দেয় ,আমার রোগ জীবাণু ওর দেহে ও সঞ্চারিত হোক..... খিট খিটে হয়ে যাচ্ছি আমি কেন রোগ ছড়াচ্ছি কেউ জানতে চাইলে মেজাজ বিগড়ে যায় তোমার বলে কিছুই নেই রোগগ্রস্ত হলেও আমার সবকিছুই তোমার !

আহত হরিণী ছোটে বাঁচবার আশায় - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আত্মপীড়ক হৃদয় পতঙ্গদাহের মত কণ্টকিত্ করে শরীর । বুকচাপা রুদ্ধক্রোধ নিষ্করুন কষাঘাত করতে চাই প্রতিনিয়ত , নয়ন সম্মুখে হাজার পীড়িত মুখ ,নিশীথ প্রহরী হৃদয় মৃত্যুতীর্থে করে হাহাকার । একাকিত্বের দ্বীপ , চারদিক জনশূন্য , দীর্ঘশ্বাস এর অন্তরালে রক্তাক্ত ইতিহাস , আহত হরিণী ছোটে বাঁচবার আশায় ; বীরত্বের অগ্নিগাথা নাকি অসহায় কুরঙ্গ নিধনেই লেখা ।

হৃদয়ের ডাক - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হৃদয়ের ডাক এসেছে যেতে হবে অচিন্ত্যপুরে সেখানে নাকি প্রিয়া থাকে তালপাতার ছায়া ঘরে । বসন্তের আবাহন শরীরী শিহরণ অঙ্গে অঙ্গে উন্মাদনা আর শুধু হৃদয় নয়.. এবার দুটি শরীর চাই । হৃদয়ের ডাক এসেছে মন ছোটে রাজধানীর বেগে ..আজ কি আনন্দ নয়নে নয়নে কথা হবে চুম্বনে চুম্বনে মাতোয়ারা শরীরী খেলায় মাতব দুজনা । প্রেম শুধু হৃদয় নয় শরীর দিয়েও খেলতে হয় পৃথিবী সচল রাখতে এ দায়িত্ব তো বর্তায় ।

পা বাড়ালেই রাস্তা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বিজন হৃদমন্দিরে একাকী পূজারী , ধংশনিশান ওড়ে চারদিক ;অন্ধকারে দেশলাই এর বৃথা খোঁজ ,পা বাড়ালেই রাস্তা...... ভাবনার অনুপরমানু কবিতা হয়ে আঘাত হানতে প্রস্তুত ,হৃদয় দ্বিধাবিভক্ত বিপদজনক শব্দ লিখে বার বার কাটাকুটি ,আগ্নেয় প্রতিভা নিস্তেজ হওয়ার জোগাড় , ঝোলগঙ্গায় আলু খুঁজে পাওয়া দায় ! অধঃপতন কবির , বিবেকের দংশন ক্রোধের মেধাবী যন্তনায় কাতর , নক্ষত্রজয়ের কি দরকার !অনুকম্পা জর্জরিত করুক তোমার হৃদয় ,ছলনার অন্তরালে বসন্তবাতাস , প্রেমের বদলে রক্তস্নান । কবিতার বদলে কবিতা অন্ধকারের বদলে আলো ভোর হওয়ার আগে পৌঁছনোর কি দরকার ! ছিণ্ণমস্তা সময় , পা বাড়ালেই রাস্তা.......

তুমি ছিলে তাই - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তুমি ছিলে তাই মেঘান্তরালে হারিয়ে  যায়নি মিলনরসের  বর্ণমালা ;তুমি ছিলে  তাই মৃত্যুকালেও  জাগে বাঁচতে হৃদয়ের  এলবাম । তুমি ছিলে তাই  কবি পারেন সপ্নতরী  বেয়ে দুঃখের সাগরনীরে  ভাললাগার মুক্তবন্দরে  জাহাজ ভিড়াতে ;তুমি  ছিলে তাই জীবনপথে  ক্লান্ত পথিক আশ্রয়ের  খোঁজ করে । তুমি ছিলে তাই কৃষক  ফসল ফলায় মাঠে ; তুমি ছিলে তাই জীবনের  গোধূলিতেও অশক্ত হাতে  রবিঠাকুর লিখতে পারেন , তুমি ছিলে তাই বীর বিপ্লবী  সূর্যসেন হাসিমুখে পড়তে পারেন ফাঁসির  দড়ি গলাতে । তুমি ছিলে তাই  রাতের মৌনতা কাটিয়ে  নিশিপদ্ম ফোটে ; তুমি  ছিলে তাই গুরু পারেন শিষ্যের  পীড়িত হৃদয়ে জালতে  জাগরণমন্ত্র । তুমি ছিলে তাই...

প্রিয়জন - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আনন্দ আর ভাললাগা কিম্বা উল্লাসে ফেটে পড়া তোর সেই মুখচ্ছবি আজও ভেসে ওঠে মনের গহীনে । মর্মবিদারী হলেও বাস্তব তোর এই চলে যাওয়া সেটা কি অলিখিত কোন ঈশ্বরিক আদেশ নাকি শুধুই মায়া ! মিলনকুঞ্জে তোকে নিয়ে ছিল কয়েকটি মানুষের স্বর্গ ;সেই স্বর্গে ছিলিস তুই দেবরাজ ইন্দ্র ,আর অনন্যরা সবাই নারদ ; যে স্বর্গে একদিন  নব পল্লব উদ্গত হত ,দেবরাজ ইন্দ্রহীন সেই স্বর্গ আজ ভবনদীর তপ্ত সৌকতে হৃদপিন্ড ফাটা রক্ত ।

আশার গান গাও - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হিয়ার গহীন বনে লাগলে মোচড় দিয়ে ওঠে সমস্ত দেহ , চেতনাও স্তব্দ ,কখনো হয় নিষ্ক্রিয় ,তার ছবি প্রতিফলিত হয় মুখমন্ডলে ; আমরা যা ভাবি কখনো কখনো তার অন্যটা হয় , না পাওয়ার বেদনা ,কখনো প্রিয়জন হারানোর কষ্ট প্রবল জোরে টোকা মারে মন মসজিদের দ্বারে - আর তখনই ভাবনার জগতে আলোড়ন ওঠে ,ক্রন্দনের নদী উতলে উঠতে চাই ,যেন সব কিছু ভাসিয়ে দেবে ! কে বোঝাবে এই ক্রন্দনের নদীকে ! কে আটকাবে চোখ হতে মুখমন্ডলে তার গতিপথকে ? যে পারে সে সাধারন কেউ নয় , কেননা জীবনমানে হিয়ার গভীরে বিজন অরণ্য নয় ,জীবন হল দুঃখ কষ্ট বুকের মাঝে দাফন করে সুখের খোঁজে ছোটা ।

অধরা সুখ - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
              সুখ ,তোমায় নিয়ে আর ভাবিনা , সপ্নও দেখিনা তোমার কাছাকাছি যাওযার ভাবনার রং তুলি শুকিয়ে গেছে , যেকোন সময় ঝরে পড়বে হয়ত সুর কেটে গেছে ,লয়ও হারিয়ে গেছে অজানা দিগন্তে ;কষ্টরা আজ জোট বেঁধেছে যেতে পারব না তাই তোমার কাছে । সুখ ,তুমি না থাকলেও বেশ আছি ! সময়ও কাটছে নিজের মতো করে , তবে মনের সাথে যে যুদ্ধ তাতে নিয়মিত যাচ্ছি হেরে । সুখ ,তোমার অভাব মিটছে আজ হতাশার অলিগলিতে , বেশ আছি আজ ,কর্মহীনতার কাফনে জড়ানো জীবন্তলাশ হয়ে !

কবিতা বিষয়ক আলোচনা ;আজকের আলোচ্য কবিতা আফ্রিকা :আলোচক আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বিশ্বকবি রবীন্দ্রাথ ঠাকুরের অসংখ্য অনবদ্য কবিতারাজির মধ্যে একটি সস্বরণীয় কবিতা আমদের আলোচ্য আফ্রিকা নামক কবিতাটি - যেখানে ঋষিকবি রবীন্দ্রাথ আফ্রিকা সম্পকে নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছন । আফ্রিকা অনন্যা মহাদেশ থেকে চারিত্রিক ভাবে পৃথক ও স্বতন্ত্র ।কবির মতে সৃষ্টিকর্তা পৃথিবীর সৃষ্টিপর্বে অধৈর্য হয়ে পূর্বাঞ্চলীয় ভূখণ্ড থেকে আলাদা করে সৃষ্টি করেছন আফ্রিকাকে ।বিশ্বকবি রবীন্দ্রাথ তাঁর স্বভাবজাত ভঙ্গিমায় একটি নিতান্ত ভৌগলিক ঘটনাকে শিল্পীর তুলিতে অসাধারনত দান করেছন ।ভূবিদ গণের মতে সুপ্রাচীনকালে পৃথিবীর পূর্বাঞ্চল ছিল আফ্রিকার ভূখণ্ড ।কিন্তু পরবতী কালে বিভিন্ন প্রাকৃতিক কারনে তা মূলভূখণ্ড থেকে পৃথক হয়ে সম্পূর্ণ আলাদা একটা মহাদেশে পরিনত হয়েছে ।কবি কল্পনায় তারপর তাকে বন্দী...

নামহীন একটি কবিতা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হলুদাভ বিষন্ন পীড়িত হৃদয়ে বসে ক্লান্ত পথিক আমি দেখছি ভগ্ন হৃদয়ে জীবনের হাজার ওঠানামা ;পীড়িত আমি বাড়াও তোমার হাত আমি বাঁচতে চাই । জীবনের গহন সমুদ্রে ডুব মেরেছি বার বার ,সরিয়ে দিতে চেয়েছি হাজারো আঁধার ,কিন্তু পারিনি তাই ফিরে এসেছি বার বার ।

তুমি কি শুনতে পাও মাটির কান্না! - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
যুদ্ধের শেষ সেনাপতি তুমি কি শুনতে পাও মাটির কান্না ! মাসের প্রথম রবিবার এসো করি শপথ চার দেয়ালের বাইরে কখনো কাছে কখনো দুরে নিশ্বাস যখন হবে পীড়িত কাঁধে কাঁধ মিলিয়ে নিঃশব্দে হিপ্ক্রিট শয়তানদের বাতেল্লা ,চিরতরে করে দেব রুদ্ধ । তারপর , ভয়াবহ সেই দিনগুলো ভুলে নতুন পৃথিবী গড়ব নিজেদের মতো করে নিঃশব্দে....... ইয়াহু কি আনন্দ ।

কবিতা বিষয়ক আলোচনা -আজকের আলোচ্য কবিতা অসুখী একজন :আলোচক আরিফুল ইসলাম সাহাজি

নোবেলজয়ী চিলিয়ান সাহিত্যিক ও দক্ষ রাজনীতিবিদ পাবলো নেরুদা বিরচিত ,(তরজমাকারক নবারুন ভট্রাচার্য )"অসুখী একজন "কবিতায় একদিকে যুদ্ধ এর ভয়ংকর বিভীষিকাময়তা ,অন্যদিকে শাশ্বত চিরজীবী প্রেমের দ্বন্দ অনুপম আলেখ্য হয়ে উঠেছে । কবিতার একেবারে শুরুতেই এক করুন সুরের ঝংকার আমাদের মর্মে ধ্বনিত হয় ।কবিতার প্রথম দুটি চরণ লক্ষ্য করা যাক -                           "আমি তাকে ছেড়ে দিলাম                             অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়.....।" যুদ্ধক্ষেত্রে যাওয়া বিপ্লবীর মনে কোন বাসনায় থাকে না ফিরবার ,কিন্তু প্রিয়জন থাকে অপেক্ষায় -এ অপেক্ষা অন্তহীন ,চিরন্তন যার গতি ।অপেক্ষার প্রহর ক্রমশ হয় ভারি -তারপর নেমে আসে যু...

তুমি আসবে তাই...........-আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ইস্পাত কঠিন অন্ধকার সরিয়ে ঘর্মাক্ত শরীরে তোমার অপেক্ষায়............ তিমির রাত্রির একাকি অভিসার  দুর দুর বহুদুর হেঁটেছি শুধু  তোমার ভালবাসার আশায়........ অন্ধসময়সংহিতায় চারদিক  হাহাকার ,তোমাকে পাশে   আজ বড় দরকার ............... তুমি বনলতা ,সুচরিতা নও  তুমি আমার মানসপ্রতিমা ............ অন্তরপারাপারে রঙ্গিন কার্পেট  তুমি আসবে তাই ,তোমার আগমনে  অবসান ঘটুক হাজার অনাচার........... তুমি আসবে তাই আজও অপেক্ষায়.............