আশার গান গাও - আরিফুল ইসলাম সাহাজি

হিয়ার গহীন বনে লাগলে
মোচড় দিয়ে ওঠে সমস্ত দেহ ,
চেতনাও স্তব্দ ,কখনো হয়
নিষ্ক্রিয় ,তার ছবি প্রতিফলিত
হয় মুখমন্ডলে ; আমরা যা ভাবি
কখনো কখনো তার অন্যটা হয় ,
না পাওয়ার বেদনা ,কখনো প্রিয়জন
হারানোর কষ্ট প্রবল জোরে টোকা
মারে মন মসজিদের দ্বারে - আর
তখনই ভাবনার জগতে আলোড়ন
ওঠে ,ক্রন্দনের নদী উতলে উঠতে
চাই ,যেন সব কিছু ভাসিয়ে দেবে !
কে বোঝাবে এই ক্রন্দনের নদীকে !
কে আটকাবে চোখ হতে মুখমন্ডলে
তার গতিপথকে ?

যে পারে সে সাধারন কেউ নয় ,
কেননা জীবনমানে হিয়ার গভীরে
বিজন অরণ্য নয় ,জীবন হল
দুঃখ কষ্ট বুকের মাঝে দাফন করে
সুখের খোঁজে ছোটা ।

মন্তব্যসমূহ

  1. kostok dafon kortei kobitar holud khosra bere chole..... kobitar patay vese otha monk chute cheye agamite beche thaka .. tobu moron ta prio thak kobir kache

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।