আশার গান গাও - আরিফুল ইসলাম সাহাজি
হিয়ার গহীন বনে লাগলে
মোচড় দিয়ে ওঠে সমস্ত দেহ ,
চেতনাও স্তব্দ ,কখনো হয়
নিষ্ক্রিয় ,তার ছবি প্রতিফলিত
হয় মুখমন্ডলে ; আমরা যা ভাবি
কখনো কখনো তার অন্যটা হয় ,
না পাওয়ার বেদনা ,কখনো প্রিয়জন
হারানোর কষ্ট প্রবল জোরে টোকা
মারে মন মসজিদের দ্বারে - আর
তখনই ভাবনার জগতে আলোড়ন
ওঠে ,ক্রন্দনের নদী উতলে উঠতে
চাই ,যেন সব কিছু ভাসিয়ে দেবে !
কে বোঝাবে এই ক্রন্দনের নদীকে !
কে আটকাবে চোখ হতে মুখমন্ডলে
তার গতিপথকে ?
যে পারে সে সাধারন কেউ নয় ,
কেননা জীবনমানে হিয়ার গভীরে
বিজন অরণ্য নয় ,জীবন হল
দুঃখ কষ্ট বুকের মাঝে দাফন করে
সুখের খোঁজে ছোটা ।
মোচড় দিয়ে ওঠে সমস্ত দেহ ,
চেতনাও স্তব্দ ,কখনো হয়
নিষ্ক্রিয় ,তার ছবি প্রতিফলিত
হয় মুখমন্ডলে ; আমরা যা ভাবি
কখনো কখনো তার অন্যটা হয় ,
না পাওয়ার বেদনা ,কখনো প্রিয়জন
হারানোর কষ্ট প্রবল জোরে টোকা
মারে মন মসজিদের দ্বারে - আর
তখনই ভাবনার জগতে আলোড়ন
ওঠে ,ক্রন্দনের নদী উতলে উঠতে
চাই ,যেন সব কিছু ভাসিয়ে দেবে !
কে বোঝাবে এই ক্রন্দনের নদীকে !
কে আটকাবে চোখ হতে মুখমন্ডলে
তার গতিপথকে ?
যে পারে সে সাধারন কেউ নয় ,
কেননা জীবনমানে হিয়ার গভীরে
বিজন অরণ্য নয় ,জীবন হল
দুঃখ কষ্ট বুকের মাঝে দাফন করে
সুখের খোঁজে ছোটা ।
kostok dafon kortei kobitar holud khosra bere chole..... kobitar patay vese otha monk chute cheye agamite beche thaka .. tobu moron ta prio thak kobir kache
উত্তরমুছুন