আমি নির্জনতা ভালবাসি - আরিফুল ইসলাম সাহাজি
হাজার লোকের মাঝেও মাঝে মাঝে একলা হয়ে পড়ি ,হাজার কথার মাঝেও নিজেকে হারিয়ে ফেলি..... হাজার কাজের মাঝেও দিনান্তে অশান্ত মনে শান্তি খুঁজি ,হাজার কোলাহল টানে না আর , তাই মনমরা হয়ে থাকি..... সমাজ , সংসার , আলেয়ার আলো..... বড় বেমানান আমি..... আমি যে নির্জনতা বড় ভালবাসি ।