ঠাকুর পথ দেখাও - আরিফুল ইসলাম সাহাজি
হরিনারায়ণ গোস্বামী বড় সাদাসিধে মানুষ ।পূজা অর্চনা করে দিন কাটে তাঁর ।বিপত্নীক তিনি ।তিন পুত্র ।হরিমাধব ,হরেকৃষ্ণ ও নারায়ণ মাধব ।পুত্রদের সুশিক্ষা দেওয়ার সাধ্য মত চেষ্টা করেছেন তিনি ।প্রথম ও মধ্যম পুত্র হরিনারায়ণের মতই পূজা অর্চনা করে ।নামসঙ্গীতের একটি দলও আছে ।কনিষ্ঠ নারায়ণ মাধব একটু অন্যরকম ।কেমন গোঁড়া মত ।হরিনারায়ণ ভেবেছিলেন নারায়ণ তার দাদাদের মতই সরল ,সাধারণ ঋজুভাবে জীবন যাপনে অভ্যস্ত হবে ।হঠাৎ ,হাঁ ! হঠাৎই বৃদ্ধ হরিনারায়ণের মাথার উপর যেন বাজ পড়ল ।খোলা একটি চিঠি নিয়ে ধপাস করে মাটিতে বসে পড়লেন তিনি ।চিটিটি এসেছে একটি উগ্র সংঘটনের পক্ষ থেকে ।লেখা আছে - ''মহাত্মা হরিনারায়ণ গোস্বামী ,আপনাকে অভিবাদন ।নারায়ণ মাধবের মত বীরের জন্মদাতা আপনি ।নারায়ণের তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়েছে এক বহির্গত শত্রু ।অভিবাদন আপনাকে ॥'' <script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <!-- babun --> <ins class="adsbygoogle" style="display:block" data-ad-cli...