ঠাকুর পথ দেখাও - আরিফুল ইসলাম সাহাজি



হরিনারায়ণ গোস্বামী  বড় সাদাসিধে মানুষ ।পূজা অর্চনা করে দিন কাটে তাঁর ।বিপত্নীক তিনি ।তিন পুত্র ।হরিমাধব ,হরেকৃষ্ণ ও নারায়ণ মাধব ।পুত্রদের সুশিক্ষা দেওয়ার সাধ্য মত চেষ্টা করেছেন তিনি ।প্রথম ও মধ্যম পুত্র হরিনারায়ণের মতই পূজা অর্চনা করে ।নামসঙ্গীতের একটি দলও আছে ।কনিষ্ঠ নারায়ণ মাধব একটু অন্যরকম ।কেমন গোঁড়া মত ।হরিনারায়ণ ভেবেছিলেন নারায়ণ তার দাদাদের মতই সরল ,সাধারণ ঋজুভাবে জীবন যাপনে অভ্যস্ত হবে ।হঠাৎ ,হাঁ ! হঠাৎই বৃদ্ধ হরিনারায়ণের মাথার উপর যেন বাজ পড়ল ।খোলা একটি চিঠি নিয়ে ধপাস করে মাটিতে বসে পড়লেন তিনি ।চিটিটি এসেছে একটি উগ্র সংঘটনের পক্ষ থেকে ।লেখা আছে -
           ''মহাত্মা হরিনারায়ণ গোস্বামী ,আপনাকে অভিবাদন ।নারায়ণ মাধবের মত বীরের জন্মদাতা আপনি ।নারায়ণের তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়েছে এক বহির্গত শত্রু ।অভিবাদন আপনাকে ॥''

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- babun -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-8859464621580427"
     data-ad-slot="7736028175"
     data-ad-format="auto"
     data-full-width-responsive="true"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

গতরাতে অদূত মেম্বারের ছেলে হাসিবুর নিখোঁজ ছিল ।সকালে তার আড়াই খণ্ড দেহ উদ্ধার হয়েছে গোপালের ধানক্ষেত থেকে ।হরিনারায়ণের আর বুঝতে বাঁকি নেই ।খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে তাঁর ।সনাতন ধর্ম কখনও  কোথায়ও হিংসা ,মানবহত্যার কথা বলেনি ।তাহলে ওটা কোন ধর্ম !

দূরে , ঐ শঙ্খধ্বনি শোনা যাচ্ছে ।একটু পরেই আরতি ।কেঁদে ফেললেন হরিনারায়ণ ।স্বগতস্বরে ঠোঁট দুটো কেঁপে উঠল - 'ঠাকুর পথ দেখাও '॥

লেখক
আরিফুল ইসলাম সাহাজি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

নুন - জয় গোস্বামী । Online Mock Test