পোস্টগুলি

bangla koster kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

পা বাড়ালেই রাস্তা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
বিজন হৃদমন্দিরে একাকী পূজারী , ধংশনিশান ওড়ে চারদিক ;অন্ধকারে দেশলাই এর বৃথা খোঁজ ,পা বাড়ালেই রাস্তা...... ভাবনার অনুপরমানু কবিতা হয়ে আঘাত হানতে প্রস্তুত ,হৃদয় দ্বিধাবিভক্ত বিপদজনক শব্দ লিখে বার বার কাটাকুটি ,আগ্নেয় প্রতিভা নিস্তেজ হওয়ার জোগাড় , ঝোলগঙ্গায় আলু খুঁজে পাওয়া দায় ! অধঃপতন কবির , বিবেকের দংশন ক্রোধের মেধাবী যন্তনায় কাতর , নক্ষত্রজয়ের কি দরকার !অনুকম্পা জর্জরিত করুক তোমার হৃদয় ,ছলনার অন্তরালে বসন্তবাতাস , প্রেমের বদলে রক্তস্নান । কবিতার বদলে কবিতা অন্ধকারের বদলে আলো ভোর হওয়ার আগে পৌঁছনোর কি দরকার ! ছিণ্ণমস্তা সময় , পা বাড়ালেই রাস্তা.......

তোমাকে দিলাম - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অন্তর মন্দির প্রাঙ্গণে জমে ওঠা কঙ্কালসার নিস্তব্দ সময়কে সযত্নে পাশ কাটিয়ে তোমাকে দিলাম আগামীর সহস্র বেড়া ভাঙ্গা মুক্তির সোনালী বুদ বুদ । ছলনার অন্তরালে লুকিয়ে থাকা ,কালগর্ভে নির্বাসিত গণকবরে চাপা পড়া মানবতা কে রঙ্গিন কাগজে মুড়ে তোমাকে দিলাম । শরীরের স্বাদ নয় ,চুম্বনের উন্মুক্ততা নয় ,শারীরিক মিলনের উষ্ণতা নয় , তোমাকে দিলাম হৃদয়ের অন্তহীন ভালবাসা আর  হাজারো শতাব্দীর সমস্ত গোলাপ এক জায়গায় জোগাড় করে তার সুবাস তোমাকে দিলাম ।

তুমি কি শুনতে পাও মাটির কান্না! - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
যুদ্ধের শেষ সেনাপতি তুমি কি শুনতে পাও মাটির কান্না ! মাসের প্রথম রবিবার এসো করি শপথ চার দেয়ালের বাইরে কখনো কাছে কখনো দুরে নিশ্বাস যখন হবে পীড়িত কাঁধে কাঁধ মিলিয়ে নিঃশব্দে হিপ্ক্রিট শয়তানদের বাতেল্লা ,চিরতরে করে দেব রুদ্ধ । তারপর , ভয়াবহ সেই দিনগুলো ভুলে নতুন পৃথিবী গড়ব নিজেদের মতো করে নিঃশব্দে....... ইয়াহু কি আনন্দ ।

তুমি আসবে তাই...........-আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ইস্পাত কঠিন অন্ধকার সরিয়ে ঘর্মাক্ত শরীরে তোমার অপেক্ষায়............ তিমির রাত্রির একাকি অভিসার  দুর দুর বহুদুর হেঁটেছি শুধু  তোমার ভালবাসার আশায়........ অন্ধসময়সংহিতায় চারদিক  হাহাকার ,তোমাকে পাশে   আজ বড় দরকার ............... তুমি বনলতা ,সুচরিতা নও  তুমি আমার মানসপ্রতিমা ............ অন্তরপারাপারে রঙ্গিন কার্পেট  তুমি আসবে তাই ,তোমার আগমনে  অবসান ঘটুক হাজার অনাচার........... তুমি আসবে তাই আজও অপেক্ষায়.............

যাতনার স্বরলিপি -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অবক্ত ক্রোধ জীবন্ত ছবি হয়ে ফুটে ওঠে ;যখন দেখি কিছু লম্পট শয়তান হাতে তোমার শ্লীলতাহানি ! জগতে অচিন্ত্য বিস্ময় তুমি সৃষ্টি ঊষা থেকে জীবনকে বেঁধেছ পরম মমতায় ,কিন্তু যখন তোমাকে দেখি নিঃসঙ্গ গিরিচূড়ায়........................ যখন দেখি তোমার বুকে তোমার সন্তানদের শবপ্রদশর্নী বুক জ্বলে যায় দেখে ওদের ঘৃণ্ণ অভিসন্ধি ! সপ্নসেতু গড়ে দিয়েছ তুমি জগতকে করছ শর্ষশেমলা তোমারই প্রাসাদকণা পেয়ে পুষ্ট হয়ে তোমারি ধংসে নেমেছে ওরা.......................................! Bba

বিপন্ন জীবন 2

ছবি
ঘাতকের দেয়া ক্ষত আর পিশাচের থেকে বাঁচতে স৉প্নিল সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল , না পারিনি সে ;উত্তাল তরঙ্গে ভেসে গেল ছোট সে চাঁদ ! মনমসজিদের দারে প্রবল জোরে টকা মারে একটি প্রশ্ন ,মহাশূন্য থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগবে আজ ?সবুজ ,সাদা , নাকি হায়েনার রক্তজমাট সেঁধিয়ে  যায়া রক্তিম গোলাপ !