যাতনার স্বরলিপি -আরিফুল ইসলাম সাহাজি
অবক্ত ক্রোধ জীবন্ত ছবি
হয়ে ফুটে ওঠে ;যখন দেখি
কিছু লম্পট শয়তান হাতে
তোমার শ্লীলতাহানি !
জগতে অচিন্ত্য বিস্ময় তুমি
সৃষ্টি ঊষা থেকে জীবনকে বেঁধেছ
পরম মমতায় ,কিন্তু যখন তোমাকে
দেখি নিঃসঙ্গ গিরিচূড়ায়........................
যখন দেখি তোমার বুকে
তোমার সন্তানদের শবপ্রদশর্নী
বুক জ্বলে যায় দেখে ওদের
ঘৃণ্ণ অভিসন্ধি !
সপ্নসেতু গড়ে দিয়েছ তুমি
জগতকে করছ শর্ষশেমলা
তোমারই প্রাসাদকণা পেয়ে
পুষ্ট হয়ে তোমারি ধংসে নেমেছে
ওরা.......................................!
হয়ে ফুটে ওঠে ;যখন দেখি
কিছু লম্পট শয়তান হাতে
তোমার শ্লীলতাহানি !
জগতে অচিন্ত্য বিস্ময় তুমি
সৃষ্টি ঊষা থেকে জীবনকে বেঁধেছ
পরম মমতায় ,কিন্তু যখন তোমাকে
দেখি নিঃসঙ্গ গিরিচূড়ায়........................
যখন দেখি তোমার বুকে
তোমার সন্তানদের শবপ্রদশর্নী
বুক জ্বলে যায় দেখে ওদের
ঘৃণ্ণ অভিসন্ধি !
সপ্নসেতু গড়ে দিয়েছ তুমি
জগতকে করছ শর্ষশেমলা
তোমারই প্রাসাদকণা পেয়ে
পুষ্ট হয়ে তোমারি ধংসে নেমেছে
ওরা.......................................!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন