যাতনার স্বরলিপি -আরিফুল ইসলাম সাহাজি

অবক্ত ক্রোধ জীবন্ত ছবি
হয়ে ফুটে ওঠে ;যখন দেখি
কিছু লম্পট শয়তান হাতে
তোমার শ্লীলতাহানি !

জগতে অচিন্ত্য বিস্ময় তুমি
সৃষ্টি ঊষা থেকে জীবনকে বেঁধেছ
পরম মমতায় ,কিন্তু যখন তোমাকে
দেখি নিঃসঙ্গ গিরিচূড়ায়........................


যখন দেখি তোমার বুকে
তোমার সন্তানদের শবপ্রদশর্নী
বুক জ্বলে যায় দেখে ওদের
ঘৃণ্ণ অভিসন্ধি !


সপ্নসেতু গড়ে দিয়েছ তুমি
জগতকে করছ শর্ষশেমলা
তোমারই প্রাসাদকণা পেয়ে
পুষ্ট হয়ে তোমারি ধংসে নেমেছে
ওরা.......................................!
Bba

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।