পোস্টগুলি

বৌদ্ধ গানকোষ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চর্যাপদ আবিষ্কার হরপ্রসাদ শাস্ত্রীর মহান কৃতিত্ব হলেও তাঁর সব সিদ্ধান্ত অভ্রান্ত নয় । আলোচক আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
চর্যাগীতির আবিষ্কার বাংলা ভাষা সাহিত্যের ইতিহাসে এক বিশিষ্টতম ঘটনা । বৌদ্ধ সহজিয়াদের স্বজীবনের আলাপ গাঁথা , এই আবিষ্কৃত পুঁথি বহু প্রশ্নের সমাধান যেমন দিয়েছিল , তেমনি পূর্ব প্রচলিত অনেক সিদ্ধান্তকেও আবার বিচলিত করে তুলেছিল । পুরো ঊনিশ শতক তো বটেই , বিংশ শতাব্দীর গোড়ার দিকেও এই মূল্যবান নথি সম্পর্কে গবেষক মহলে তেমন কোন খবর ছিল না । চর্যাগীতিকোষ আবিষ্কার পূর্বে ১৮৫৮ সালে রাজেন্দ্রলাল মিত্র ' বিধিধার্থ সংগ্রহ ' পত্রিকায় ' বঙ্গভাষার উৎপত্তি ' নামে একটি প্রবন্ধ লেখেন । উক্ত প্রবন্ধে শ্রী মিত্র , বাংলাকে হিন্দির পূর্ব শাখা থেকে উৎপন্ন বলে অভিমত প্রকাশ করেন । তিনি আরও লেখেন , বাংলা ভাষার আদি নিদর্শন বিদ্যাপতি রচনাবলী । একটি বিষয় , এখানে পরিষ্কার ভাবে বলে নেওয়া উত্তম , শ্রী মিত্র এই প্রবন্ধটি যে সময় '  বিধিধার্থ সংগ্রহ' পত্রিকায় লিখছেন , সেই সময়পর্বে উৎকৃষ্টতম ভাষা সাহিত্য উপাদান এক প্রকার অপ্রতুল ছিল । ফলত , শ্রী মিত্রের সিদ্ধান্ত পুরোপুরি অনুমান মূলক , এ বিষয়ে সন্দেহ নেই ।  আবার , ১৯১১ সালে প্রকাশিত হল , দীনেশচন্দ্র সেনের গুরুত্বপূর্ণ গ্রন্থ ' The History of ...