অর্থ না বুঝেই আরবী নাম রাখেন অধিকাংশই বাঙালি মুসলমান । এ বিষয়ে লিখেছেন আরিফুল ইসলাম সাহাজি ।
নাম দিয়ে মানুষ চেনা না গেলেও , নাম দিয়ে ধর্ম চেনা যায় । অর্থাৎ নাম মানুষটি কোন ধর্মের , সেটা সহজেই অনুমেয় হয় । নেপথ্যের কারণ হল , পৃথিবীর প্রায় সকল ধর্মের মানুষদের নামকরণের ক্ষেত্রে এক সরলরৈখিক একমুখী ধারার উপস্থিতি রয়েছে । উদাহরণ যোগে বিষয়টি ব্যাখ্যাযোগ্য করা দরকার , ধরুন হিন্দুধর্মের গণমানুষদের যেসব নাম সমূহ আমাদের চক্ষুগোচর হয় , সেই সকল নামের পূর্বে ' শ্রী ' ও ' শ্রীমতি ' শব্দদ্বয়ের উপস্থিতি লক্ষ্য করার মত । এছাড়াও হিন্দুধর্মাবলম্বী মানুষজনের নাম অনেকক্ষেত্রেই দেবদেবীগণের নাম সদৃশ ও সংস্কৃতজাত হয়ে থাকে , যেমন মহাদেব , গণেশ , বিষ্ণু , কৃষ্ণ , লক্ষী , পার্বতী ইত্যাদি । আবার খৃষ্টান ধর্মাবলম্বী গণমানুষদের নাম সাধারণত মাইকেল , স্টিফেন , হকিংয় , স্টিভ প্রভৃতি ইংরেজিজাত ও বাইবেল সম্পৃক্ত হয় । অনুরুপভাবে ইসলামনুসারি মুসলিমদের নাম পুরো বিশ্বময় আরবীজাত । বিশ্বময় মুসলিমদের নামকরণের প্রবণতা মূলত একমুখী । মুসলিম জনসমাজ নামকরণের ক্ষেত্রে কেন আরবি ভাষ্যমতে নামকরণ করেন ? এর নেপথ্যের কারণটি মূলত মনস্তাত্বিক । মুসলিম উম্মাহ বিশ্বাস করে , পৃথিবীর পবিত্র ভাষা হল...