পোস্টগুলি

বরেণ্য শিল্পীমানস লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ব্যতিক্রমী শিল্পমানস শ্রী শম্ভু মিত্র । আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
শ্রী শম্ভু মিত্র  বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব নট এবং নাট্যকার শম্ভু মিত্র । গণনাট্য সংঘের প্রাণ পুরুষ শম্ভু মিত্র নাট্য ধারায় এক অনন্য ধারার সংযোজন করতে সচেষ্ট ছিলেন । ' ভালো করে , ভালো নাটক করবো ' এই ভাবনা দ্বারা শুধু প্রভাবিত তিনি হননি , সারা জীবন এই বোধ দ্বারাই তিনি স্বজীবনকে পরিচালিত করেন । কোনরুপ রাজনীতিক ছত্রছায়া ব্যতিরেকেই , কোন ধনীপুরুষের সহয়তা কিম্বা কোন সংঘটনের নিয়ন্ত্রণের বাইরে থেকেই তিনি ' বহুরুপী ' নাট্যদল গঠন করেন । বহুরুপীর প্রতিষ্ঠা বাংলা নাট্যের ইতিহাসে এক অনন্য ঘটনা । রবীন্দ্রনাথের ' রক্তকরবী ', ' চার অধ্যায়'   ' , রাজা , ' , তুলসী লাহিড়ির ' পথিক ' , ছেঁড়াতার ' , ইবসেনের ' এ্যান এনিমি অফ দ্য পিপল ' এর রুপান্তর ' দশচক্র ' ,'  আ ডলস হাউজ ' এর অনুবাদ ' পুতুল খেলা ' , নাটকের প্রযোজনা ও অভিনয় নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য বিষয় । শ্রী মিত্র শুধুমাত্র ভালো নাটক অভিনয়ই করেননি , সুস্থনাট্য ধারার নিমিত্তে দর্শকও প্রস্তত করতে সক্ষম হয়েছিলেন । চল্লিশের দশকে গ...