পোস্টগুলি

সোশাল মিডিয়ার ভালমন্দ ॥Social Media And Education লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সোশাল মিডিয়ায় প্রবল আসক্তি যেন অন্তরায় হয়ে না দাঁড়ায় স্বপ্নপূরণের রাস্তায় ॥

বর্তমান সময় সোশাল মিডিয়ায় আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দায় ।দিনের মোট সময়ের সিংহভাগটায় কাটে জনপ্রিয় সোশাল সাইটগুলিতে নিজেদের খুঁটিনাটি আপডেট করতে ।আট থেকে আশি ,কিশোর -যুবক থেকে বৃদ্ধ বৃদ্ধা রাও অ্যাকাউন্ট খুলে বসেছেন ফেসবুক ,হোয়াটসআপের মত জনপ্রিয় সোশাল মিডিয়াগুলিতে ।বহুবিধ উপকারিতা রয়েছে নিঃসন্দেহে । অপকারিতার দিকও সহস্র ।সাধ্যের মধ্যে স্মার্ট ফোন ও ইন্টারনেটের সহজলভ্যতা সোশাল মিডিয়ার প্রতি আসক্তি বাড়িয়ে দিয়েছে বহুগুণ ।এর কুপ্রভাবে ব্যাহত হচ্ছে কিশোর কিশোরীদের পঠন পাঠন ।দিনের বেশির ভাগ সময় কাটছে অনলাইনের পরাবাস্তব জগতে ।সমান্তরাল ভাবে চলা দুটি মাধ্যমের মধ্যে একটি শক্তিশালী হয়ে উঠলে অন্যটি  পিছিয়ে পড়ে ।সেরকমই সোশাল মিডিয়ার প্রবল আসক্তি পড়াশুনা করবার ইচ্ছাটাকেই যেন কুরে কুরে খাচ্ছে ।আপডেট দিতেই ব্যস্ত ,সঙ্গে আছে চ্যাটিং ।অনলাইন হওয়া অপরাধ নয় ।ভাল খারাপ দিক সব মাধ্যমের থাকে ।আমরা কিভাবে ব্যবহার করছি তার উপর নির্ভর করে সবকিছু ।ফেসবুক - হোয়াটসআপে থেকে পড়াশুনা করা যায় ।এমন অনেক গ্রূপ রয়েছে যেখানে থেকে ঝালিয়ে নেওয়া যায় স্ব-অধ্যয়ন স্থর ।যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা বুদ্ধিমত্তার কাজ ।জন...