পোস্টগুলি

বকরে ঈদ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

ঈদের রীতি নীতি , সার্বজনীনতা, ও মানবজীবনে ঈদের প্রভাব - আলোচনা করেছেন আরিফুল ইসলাম সাহাজি

ছবি
ঈদ মানে খুশি , ঈদ মানে হৃদয়ের বাঁধনহারা উচ্ছ্বাস । ৩০ দিবসের কঠোর অধ্যবসায় , তপস্যার শেষে গগনে এক ফালি চাঁদ উঁকি দেওয়ার সাথে সাথে উৎফুল্ল হয়ে ওঠে মন ভ্রাতৃত্ববোধ আর সৌহার্দ্যতার মায়াবীবন্ধনে । আজ কে আছিস শত্রু , কে আছিস বন্ধু আয় গলে মিলে । কাজী নজরুল ইসলাম যথার্থই লিখেছেন , ' রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ ' । সর্বঅর্থেই ঈদ মহান আল্লাহতলার পক্ষ হতে মানবজাতির জন্য এক শ্রেস্ঠ উপহার । হাদীসে উল্লিখিত আছে , মহামানব হজরত মুহাম্মদ স. মক্কার বিধর্মীদের অত্যাচারে অতিস্ট হয়ে মদিনা গমন করেন । সেখানে মদিনাবাসীকে তিনি দুটি অদ্ভুত ধরনের উৎসব পালন করতে দেখেন , যেগুলি জাহিলিয়াতের যুগ থেকে পালিত হয়ে আসছে । মুহাম্মদ স. বললেন -' আল্লাহ তোমাদের জন্য এর থেকে উত্তম দুটি দিবসের ব্যবস্থা করে দিয়েছেন , একটি হলো ঈদুল ফিতর এবং অপরটি হলো ঈদুল আযহা ' ' (আবু দাউদ , হাদীস নং ৯৫৯ ) ঈদের স্বরূপ :অর্থ <script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script> <!-- babun --> <ins class="adsbygoogle"      style=...