- শিক্ষার বেহাল দশা । চালু হোক আবার পাশ ফেলের প্রথা ।
আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি । প্রবন্ধটি দৈনিক স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশিত । । সরকার পোষিত প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয় গুলোতে শিক্ষার মান অক্সিজেন মাস্ক মুখে দেওয়া রোগীর মত । বিদ্যালয় উপস্থিতি লক্ষণীয় হলেও বেশিরভাগ শিক্ষার্থীই পঠনগত দিক থেকে অকল্পনীয় দুর্বল । একটা বিরাট অংশ আই .সি .ইউ তে সংরক্ষণ যোগ্য । বিষয়টি পরিস্কার করতে একটা মজার গল্প বলি শুনুন , অল্পকিছুদিনের জন্য একটি বিদ্যালয়ে পড়ানোর সুযোগ হয়েছিল । সপ্তম শ্রেণীতে একটি ছেলে পড়ত , নাম গোপাল । গোপাল বিদ্যালয়ে খ্যাতনামা এক চরিত্র । শরীরী গঠনে সে বেশ স্থূলকায় । অল্পবয়সেই ভুঁড়ি বেরিয়ে আসছে । সপ্তম শ্রেণীতে পড়লেও দ্বিতীয় শ্রেণীর শিশু বোধগম্যতায় গোপালের চেয়ে উর্বর । গোপাল একের সঙ্গে এক যোগ করলে কত হয় বলতে পারে , তবে দুই যোগ তিন কত হয় বললে ভাবতে গোপালকে অন্ততঃ দুই দিন সময় দিতে হবে । একদিন ক্লাসে গিয়েছি , ভাবলাম গোপালের ভুঁড়িতে কী আছে আজ দেখা যাক । ডাকলাম কাছে । অনিচ্ছা নিয়েই আসল । বললাম , আচ্ছা গোপাল বলতো আমাদের দেশের নাম কী ? এই প্রশ্নের উত্তর গোপাল জানবে আশা করেছিলাম । ওমা ...