পোস্টগুলি

dukher bangla kobita লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

দেয়াল লিখন -আরিফুল ইসলাম সাহাজি

ছবি
আকাশে বাতাসে প্রতিটিক্ষণে আজ যেন শবপ্রদশর্নী মানস জাগৃতির অমানিশায় সেজে উঠেছে পৃথিবী... রুক্ষপ্রান্তর আজ রক্তে ভেজা ,হুঙ্কার শব্দ সর্বত্র রনিত মানবতার জয়গান আজ অপেক্ষার ফুল... সংবাদপত্র আজ খুলি না আর ,দেখে দেখে বড় ক্লান্ত ক্রুব্দ জনসমুদ্রের যন্তনাসিক্ত উন্মাদনা ; একাকিত্বের দ্বীপে আমরা বড় একা.... যন্তনাত্র সময়ে গণকবরের গর্ভে প্রতিধ্বনিত হয় শতাব্দীর যুগযন্তনা ,অসহদহন আর জাতপাতের খেলা.... আহত হরিণীর মত প্রাণপণ বাঁচবার চেষ্টা ,এক লহমায় শেষ জীবনের জয়গাথা ;বিকালে সূর্যের রক্তিম আভা আর কুয়াশার দীর্ঘশ্বাসের অন্তরালে চাপা পড়ছে মানবতা..... রাষ্ট্র ,বিপ্লব ,মৌলবাদ ,ভ্রষ্টাচার ,অন্ধকার যা কিছু মানুষ ও মানবতাবিরোধী , তার বিরুদ্ধে দাঁড়িয়ে সংশপ্তক এর ভূমিকা পালন করা দরকার ;দুপা বেয়ে ঝরুক রক...

জীবন্ত ফসিল - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
অসুস্থতা বাড়ছে !চামড়া ভেদ করে শিরগুলো উঁকি দিচ্ছে , রুক্ষ্মতা ,স্নায়ু দূর্বলতার ফেনুস শরীরকে করে তুলছে জীবন্ত ফসিল ! অসুস্থতা বাড়ছে !উত্কণ্ঠা নির্দ্রাহীনতার রূপ নিয়েছে , দেহনদী জল্প্পতায় ভুগছে , অবসাদ আর হতাশা শরীরকে করে তুলছে জীবন্ত ফসিল ! অসুস্থতা বাড়ছে !হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ , নিঃশব্দের তর্জনীতে সময়ের জলছবি , সামনে মৃত্যুদ্বার ;পীড়িত মুখ :পাঁজরের দাঁড়ে অসহ দহন.......... যুগযন্তনার শব্দিত তান্ডব অন্তঃসারহীন ভবনদীকে করে তুলছে জীবন্ত ফসিল !

নামহীন একটি কবিতা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হলুদাভ বিষন্ন পীড়িত হৃদয়ে বসে ক্লান্ত পথিক আমি দেখছি ভগ্ন হৃদয়ে জীবনের হাজার ওঠানামা ;পীড়িত আমি বাড়াও তোমার হাত আমি বাঁচতে চাই । জীবনের গহন সমুদ্রে ডুব মেরেছি বার বার ,সরিয়ে দিতে চেয়েছি হাজারো আঁধার ,কিন্তু পারিনি তাই ফিরে এসেছি বার বার ।

বিপন্ন জীবন 3

ছবি
কবিতার মধ্যে দিয়ে প্রকাশ করি হাজার বছরের জমানো যন্তনা , জানি না বৃষ্টি নামবে কিনা ! ঋদয়ে জমে আছে মেঘ আর ধূলিকণা ! এক এক সময় মনে হয় কোথায় আছি ???????? বডি ওইলের যা দাম !শান্তি তে নবেল পাওয়া নবেল লেডী মাখবেন অসহায় এর বুকের রক্ত হাজার ; আচ্ছা আমাদের সকলের মা মাদার তেরেসা ,তাঁর সন্তান কে বিজন অর৉ন্নে অন্ধকারচ্ছণ্ণ রজনীতে একাকি দেখে তাঁর প্রভু কে কি বলবেন ,দেখেছ তোমার সন্তানদের !অশান্তির কান্ডারির হাতে দিচ্ছে তুলে শান্তির উপহার !
ছবি
কবিতার কথা হলে - আরিফুল ইসলাম সাহাজী  কবিতার কথা হলে রিদতারাটি  প্রবল জোরে বেজে ওঠে , কবিতার কথা হলে রিদগ্রোংতির  অতল গহ্বর হতে বেরিয়ে আসতে  চাই সহশ্রাব্দ যুক্ত অলস দীপ্প্রোহোর , কবিতার কথা হলে বসন্তের বাতাসের মত মিশে যেতে  ইচেছ করে নিশীথ অন্ধকারের অলিতে  গলিতে ; কবিতার কথা হলে ইচেছ নদীতে তরী  ভাসিয়ে অত্তোহূতি দিতে বাসনা  জাগে মাঝ সুমুদে ,............................ আর কবিতার কথা হলে তোমার কথা  বড় মনে পরে ! Add caption
ছবি
 আমার প্রথম প্রেম - আরিফুল ইসলাম সাহাজী  ভালবাসা ,প্রেম শব্দ দুটির মধ্যে আলাদা একটা মাদকতা রয়েছে বলে আমার মনে হয়.একটা সময় এমন আছে সময় টা মেন্ষন করেই বলি ,জোউনোতা প্রাপ্তির পর প্রেম বলতে নারী শরীর আর আদিম রিপুর দেহজ  খেলা.কিন্তু জোউবোন একটু আসন গেড়ে বসার পর প্রেম দেহ ছড়িয়ে মনওজগতে বিরাজ করে.এতো  গেল প্রেমের সাত সতরও ; এ আজ আমার বলবার বিষয়ই নয়. আমার প্রথম প্রেম ,কথা টা লীক্তেই স্মৃতিরা জোট বেঁধে আমাকে হুমকি দিচ্ছে কিছুতেই খুলবে না রিদকপাট. সাল 2009 বি.এ সেকেন্ডয়ের স্টুডেন্ট ,তারিখটা মনে করতে পারছি না ,পড়তে গেছি বাঙ্গলা সাহিত্যের একজন বিশিষ্ট প্রফেসর এর কাছে ,পরবতী কালে তিনি হয়েছিলেন আমার খুব কাছের একজন মান...