জীবন্ত ফসিল - আরিফুল ইসলাম সাহাজি
অসুস্থতা বাড়ছে !চামড়া ভেদ
করে শিরগুলো উঁকি দিচ্ছে ,
রুক্ষ্মতা ,স্নায়ু দূর্বলতার ফেনুস
শরীরকে করে তুলছে জীবন্ত
ফসিল !
অসুস্থতা বাড়ছে !উত্কণ্ঠা
নির্দ্রাহীনতার রূপ নিয়েছে ,
দেহনদী জল্প্পতায় ভুগছে ,
অবসাদ আর হতাশা শরীরকে
করে তুলছে জীবন্ত ফসিল !
অসুস্থতা বাড়ছে !হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ ,
নিঃশব্দের তর্জনীতে সময়ের জলছবি ,
সামনে মৃত্যুদ্বার ;পীড়িত মুখ :পাঁজরের
দাঁড়ে অসহ দহন..........
যুগযন্তনার শব্দিত তান্ডব অন্তঃসারহীন
ভবনদীকে করে তুলছে জীবন্ত ফসিল !
করে শিরগুলো উঁকি দিচ্ছে ,
রুক্ষ্মতা ,স্নায়ু দূর্বলতার ফেনুস
শরীরকে করে তুলছে জীবন্ত
ফসিল !
অসুস্থতা বাড়ছে !উত্কণ্ঠা
নির্দ্রাহীনতার রূপ নিয়েছে ,
দেহনদী জল্প্পতায় ভুগছে ,
অবসাদ আর হতাশা শরীরকে
করে তুলছে জীবন্ত ফসিল !
অসুস্থতা বাড়ছে !হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ ,
নিঃশব্দের তর্জনীতে সময়ের জলছবি ,
সামনে মৃত্যুদ্বার ;পীড়িত মুখ :পাঁজরের
দাঁড়ে অসহ দহন..........
যুগযন্তনার শব্দিত তান্ডব অন্তঃসারহীন
ভবনদীকে করে তুলছে জীবন্ত ফসিল !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন