জীবন্ত ফসিল - আরিফুল ইসলাম সাহাজি

অসুস্থতা বাড়ছে !চামড়া ভেদ
করে শিরগুলো উঁকি দিচ্ছে ,
রুক্ষ্মতা ,স্নায়ু দূর্বলতার ফেনুস
শরীরকে করে তুলছে জীবন্ত
ফসিল !

অসুস্থতা বাড়ছে !উত্কণ্ঠা
নির্দ্রাহীনতার রূপ নিয়েছে ,
দেহনদী জল্প্পতায় ভুগছে ,
অবসাদ আর হতাশা শরীরকে
করে তুলছে জীবন্ত ফসিল !

অসুস্থতা বাড়ছে !হৃদয়ে অগ্নিস্ফুলিঙ্গ ,
নিঃশব্দের তর্জনীতে সময়ের জলছবি ,
সামনে মৃত্যুদ্বার ;পীড়িত মুখ :পাঁজরের
দাঁড়ে অসহ দহন..........
যুগযন্তনার শব্দিত তান্ডব অন্তঃসারহীন
ভবনদীকে করে তুলছে জীবন্ত ফসিল !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।