পোস্টগুলি

ay aro bendhe bendhe thaaki kobitr namkoron লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

শঙ্খ ঘোষের "আয় আরো বেঁধে বেঁধে থাকি "- বিপন্ন মানুষের অস্তিত্বের সঙ্কট : আলোচক আরিফুল ইসলাম সাহাজি

ছবি
রবীন্দ্রউত্তর বাংলা সাহিত্যের একজন সেরা তারকা হলেন কবি শঙ্খ ঘোষ ,তাঁর একটি স্বরণীয় কবিতা "আয় আরো বেঁধে বেঁধে থাকি ",যেখানে প্রধান হয়ে উঠেছে মানুষের অস্তিত্বের সঙ্কট । কবিতার প্রথম স্তবকের প্রথম চারটি চরণে কবি মানুষের অসহয়তার রূপকল্প ফুটিয়ে তুলেছেন ।নেচার এর কাছে মানুষ কত অসহায় তা বোঝাতে গিয়ে কবি লিখছেন - "আমাদের ডানপাশে ধ্বস /আমাদের বাঁয়ে গিরিখাত ",তবে শুধু নেচার নয় ;তার সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধউন্মাদ মানুষের ভয়াল রক্তচক্ষু ,তাই মাথার উপর দিয়ে উড়ে যায় যুদ্ধজাহাজ :সেখান থেকে নেমে আসে মৃত্যুর করালগ্রাস । কবিতার দ্বিতীয় স্তবকে কবি যুদ্ধপীড়িত মানুষের পথহীনতার ছবি ফুটিয়ে তুলেছেন ;দেখিয়েছেন ধ্বংশের ভয়ংকর রূপ ।কবির ভাষায় - "আমাদের শিশুদের শব /ছড়ানো রয়েছে কাছে দুরে ।" কবিতার তৃতীয় স্তবকে প্রকাশ পেয়েছে মানুষের মৃত্যু ভয় ,হৃদয়ে জেগে উঠছে শঙ্কা :আমরাও এভাবে মরে যাবো না তো !তাই বড় হয়ে উঠেছে পরস্পর এর সঙ্গে জোট বেঁধে থাকবার বাসনা ।বিশ্বকবি ঋষি রবীন্দ্রনাথ বিসর্জন নাটকের একজায়গায় বলেছিলেন - "আয় ভাই........./আরো কাছাকাছি সবে বেঁধে বেঁধে থাকি " আসলে ,স...