পোস্টগুলি

seria bombing লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

চলমান সময়ের মানুষ এত হিংস্র কেন ! - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
চলমান সময়ের মানুষ এত হিংস্র  কেন ? পৃথিবীর সৃষ্টিলগ্নের আদিতে  মানুষের সঙ্গে বন্যজন্তুর বিশেষ তফাত ছিল  না । উভয়ের মাঝেই বন্যতা ও হিংস্রতার লক্ষনীয়  সাদৃশ্য ছিল ।পরবর্তীতে মানব ও জন্তুর মধ্যে  এ সেছে বৈসাদৃশ্যর     আকাশপ্রমাণ প্রাচীর । মানুষ আধুনিক হয়েছে  ক্রমশ ।জঙ্গল থেকে উঠে এসেছে উত্তর  আধুনিক নাগরিক সভ্যতার প্রতিভূ হিসাবে । শিক্ষা ,সংস্কৃতি সহ মানবজীবনের প্রতিটি  ক্ষেত্রে হয়ে উঠেছে চরম উৎকর্ষ । মানবজাতির এই সামগ্রিক উৎকর্ষতার যুগেও   মানবহৃদয় সে অর্থে উৎকর্ষ হয়ে উঠতে পারেনি । বরং তা নামতে নামতে উপনীত হয়েছে  অবনমনের  চূড়ান্ত স্থরে ।যা অনেক ক্ষেত্রে  বন্যজন্তুর হিংস্রতাকেও হার মানায় । প্রায় প্রতিদিন প্রতিমুহুর্ত ই_মাধ্যমের কল্যাণে  আমরা সাক্ষী থাকছি হাজার আফরাজুলের   নিষ্টুর হত্যার ঘটনার ।বধূনির্যাতন  ,বৃদ্ধ মা বাবাকে বাড়ি থেকে বিতরণ আজ  নিতান্ত মামুলি ঘটনা । মানবহত্যা তো অত্যন্ত সাধারণ  ব্যপার ।শিশুহত্যাও ব্যতিক্রমী...