রাজশেখর বসু ওরফে পরশুরাম । আরিফুল ইসলাম সাহাজি ।
রাজশেখর বসু ওরফে পরশুরাম বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অনন্য কাজ সাফল্যের সাথে যে কয়েকজন বিজ্ঞান সাধক করেছেন তাঁদের মধ্যে জগদীশ চন্দ্র বসুর নাম সর্বাগ্রে উল্লেখ্য , এছাড়াও অনন্যদের মধ্যে ছিলেন মেঘনদ সাহা , রামেন্দ্রসুন্দর ত্রিবেদী , সত্যেন্দ্রনাথ বসু , সুর্য্যেন্দুবিকাশ করমহাপাত্র , এবং রাজশেখর বসু প্রমুখ । এই ক্ষুদ্র নিবন্ধে আমরা রাজশেখর বসু তথা পরশুরাম সম্পর্কে জানতে উদ্দোগী হবো । ছাত্রজীবনে রাজশেখর ছিলেন অসম্ভব মেধাবী । কোন জিনিস একবার পরলে সেটি চিরন্তনভাবেই তাঁর হৃদয়ে গ্রথিত হয়ে থাকতো । এই মহান বিজ্ঞান সাধক শুধুমাত্র বিজ্ঞান চর্চায় নিজেকে সীমাবদ্ধ রাখেননি , বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার পথ ও পন্থার রসায়ন সম্পর্কে বাঙালি পাঠকের রসবোধকে তিনি উজ্জ্বীবিত করে তুলতে সক্ষম হন । শুধুমাত্র বিজ্ঞান চর্চার গুরু গাম্ভীর্য যুক্ত লেখনীর কচকচানি নয় , রাজশেখর বসু তাঁর রসবোধের জন্যও বাঙালির পাঠকের কাছে চিরন্তন ও শাশ্বতভাবেই আদরনীয় হয়ে থাকবেন । এ পর্বে তিনি পরশুরাম নামে সমধিক খ্যাতি লাভ করেন । রাজশেখর বসুর জন্ম ১৬ মার্চ , সাল ১৮৮০ ।জন্মস্থান নদীয়া জেলার উলা বীর নগর । পিতার ন...