পোস্টগুলি

বর্তমান সময় নিয়ন্ত্রণের কেন্দ্রিক অংশ সোশাল মিডিয়া লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সোশাল মিডিয়ার সর্বগ্রাসী হাঁ , সমাজিক অবক্ষয়ের জন্ম দিচ্ছে , ক্ষতিসাধন করছে শরীর ও মনকেও । । আরিফুল ইসলাম সাহাজি । ।

ছবি
বর্তমান সময় নিয়ন্ত্রণের কেন্দ্রিক অংশ সোশাল মিডিয়া , এ বিষয়ে দ্বিমত হওয়া উচিৎ নয় । এক সর্বগ্রাসী হাঁ করে মানুষের জীবনকে খাচ্ছে রোজ । প্রত্যহক্ষণের ভালো লাগা মন্দ লাগা , আনন্দ - উৎসবের উন্মাদনা জমা হয় সোসাল মিডিয়ার পাতায় । বিষয়টি নিঃসন্দেহে উদ্বেগের । সোশাল মিডিয়ার এই ভয়ঙ্কর রকম বাড়াবাড়ি রীতিমত চিন্তিত হয়ে পড়েছেন বিশ্বের সমাজ বিজ্ঞানীগণ । তবে গণমানবের সেদিকে বিশেষ হোলদোল আছে বলে তো মনে হয় না , বরং সব বয়সীরাই সদা ব্যস্তই থাকছেন সোসাল মিডিয়ার খোলা বাজারে নিজেকে আরও একটু বেশি দামি করে তুলতে । পুরো বিশ্বের প্রায় সিংহভাগ মানুষ এখন মোটামুটি মুঠোফোন ব্যবহার করেন । ওই বিপুল জনসংখ্যার মানুষ আবার কোন না কোনভাবে সোশাল মিডিয়ার উপভোক্তা হিসাবে নিজেদের নাম লিখিয়ে বসে আছে । একটি সমীক্ষায় দেখা গেছে , ওই বিশাল জনমানবের প্রায় দুই তৃতীয়াংশ মানুষ (৭৭ শতাংশেরও বেশি ) ফেসবুক ব্যবহার করেন । বাকি জনতা অন্যান্য সোশাল সাইটগুলো ব্যবহার করেন , যেমন হোয়াটসঅ্যাপ, টুইটার , ইনস্টাগ্রাম ইত্যাদি । ফেসবুক ব্যবহারকারী বোদ্ধাগণ যে অন্য মাধ্যমগুলো ব্যবহার করেন না , একথা বলছি না । তবে সবচেয়ে শক্তিশালী সোশাল সাইট যে...