পোস্টগুলি

সাংস্কৃতিক সংবাদ । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

নজরুল চর্চা কেন্দ্রের অনলাইন নজরুল যাপন । সরাসরি ২৫ মে ফেসবুক লাইভ ।

ছবি
বিদ্রোহী বীর কবি কাজী নজরুল সমীপেষুর মর্ত্য আগমন তিথি ২৫ মে । উক্ত দিবস নিসন্দেহতিত ভাবে প্রত্যক বাঙালি হৃদয়ের গভীর কোন হয়ে ওঠে উৎসবমুখর । স্মরণে মননে তাঁকে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় , লেখায় গানে নৃত্যে কবিপ্রণাম । তবে , এই যে বছরের কালগাড়ি বয়ে বেড়াচ্ছে শবদেহ । দুই হাজার কুড়ি , কী মিষ্টি মধুর নামসাল , কে জানতো হায় , এই বৎসরটি ঘাতক হিসাবে চিহ্নিত হবে ধরাভূমে । সব কেমন উল্টাপাল্টা হল আর কী , তাই বলে কী প্রাণের কবির জন্ম তিথির উৎযাপনে ঘাটতি থাকবে , এক্কেবারেই নয় । বারাসাত নজরুল চর্চা কেন্দ্র , নজরুল নিবেদিত এক সাহিত্য সংস্কৃতিক সংঘটন । পুরোধা পুরুষ নজরুল গবেষক ড . শেখ কামাল উদ্দিন । অনলাইন রবীন্দ্রযাপনের মত চর্চাকেন্দ্র এবার মনের মানুষ নজরুল স্মরণে আয়োজন করেছেন অনলাইন কবিপ্রণাম । আবৃত্তি , নজরুল গীতি , সঙ্গীত , নাটক , নজরুল সম্ভাষণ সহ বিবিধ সুস্থ সংস্কৃতির আয়োজনে মেতে উঠবে উক্ত দিন নজরুল চর্চাকেন্দ্র । অনুষ্টানটি সম্পসারিত হবে নজরুল চর্চাকেন্দ্রের ফেসবুক পেজে । 

বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের অভিনব অনলাইন রবীন্দ্র জয়ন্তী উৎযাপন ।

ছবি
আরিফুল ইসলাম সাহাজি ।  আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত উনষাটতম জন্মবর্ষ । মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সর্বকালিক অভিভাবক , বাঙালির অহংকার তিনি । তাই ঋষি রবীন্দ্রনাথের জন্মদিবস উৎযাপনের মধ্যে বাঙালি খুঁজেছেন স্বআমিত্বের আস্বাদ , যেমনটি ভাষা দিবসের পবিত্র লগ্নে বাঙালি গণমানুষ মেতে ওঠে উৎসবের আনন্দে , বাঙালির ক্যালেন্ডারে পঁচিশে বৈশাখ তেমনি এক আনন্দময়  দিন । কিন্তু বর্তমান কালপর্বে করোনা নামের অতিমারির কবলে হাবু ডুবু বিশ্বসংসার , চলছে লকডাউন । গৃহবন্দি সকলেই , তাই বলে হবে না রবীন্দ্রজয়ন্তী উৎযাপন । হবে বইকি , যেমন ভাবনা তেমন কাজ । অসাধ্য সাধন করলেন বারাসাত নজরুল চর্চাকেন্দ্রের প্রাণপুরুষ অধ্যাপক ড. শেখ কামালউদ্দিন , অনলাইন রবীন্দ্রউৎসবের আয়োজন করে তিনি এবং নজরুল চর্চা কেন্দ্রের অন্যান্য শ্রদ্ধাভাজন সমীপেষুগণ তাক লাগিয়ে দিলেন । সারাদিন ঘরবন্দি থেকেও মোবাইল , ল্যাপটপ , ডেক্সটপের পর্দায় আপামর বাঙালি উপভোগ করলেন এক অনন্য স্বাদের সাংস্কৃতিক অনুষ্টান । সারা বাংলা জুড়ে অংশগ্রহণকারীগণ তাঁদের রবীন্দ্র নৃত্য , সঙ্গীত , আবৃত্তির মধ্য দিয়ে বাংলা ভাষী সকলকে দিলেন র...