বারাসাত নজরুল চর্চা কেন্দ্রের অভিনব অনলাইন রবীন্দ্র জয়ন্তী উৎযাপন ।

আরিফুল ইসলাম সাহাজি । 


আজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশত উনষাটতম জন্মবর্ষ । মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সর্বকালিক অভিভাবক , বাঙালির অহংকার তিনি । তাই ঋষি রবীন্দ্রনাথের জন্মদিবস উৎযাপনের মধ্যে বাঙালি খুঁজেছেন স্বআমিত্বের আস্বাদ , যেমনটি ভাষা দিবসের পবিত্র লগ্নে বাঙালি গণমানুষ মেতে ওঠে উৎসবের আনন্দে , বাঙালির ক্যালেন্ডারে পঁচিশে বৈশাখ তেমনি এক আনন্দময়  দিন । কিন্তু বর্তমান কালপর্বে করোনা নামের অতিমারির কবলে হাবু ডুবু বিশ্বসংসার , চলছে লকডাউন । গৃহবন্দি সকলেই , তাই বলে হবে না রবীন্দ্রজয়ন্তী উৎযাপন । হবে বইকি , যেমন ভাবনা তেমন কাজ । অসাধ্য সাধন করলেন বারাসাত নজরুল চর্চাকেন্দ্রের প্রাণপুরুষ অধ্যাপক ড. শেখ কামালউদ্দিন , অনলাইন রবীন্দ্রউৎসবের আয়োজন করে তিনি এবং নজরুল চর্চা কেন্দ্রের অন্যান্য শ্রদ্ধাভাজন সমীপেষুগণ তাক লাগিয়ে দিলেন । সারাদিন ঘরবন্দি থেকেও মোবাইল , ল্যাপটপ , ডেক্সটপের পর্দায় আপামর বাঙালি উপভোগ করলেন এক অনন্য স্বাদের সাংস্কৃতিক অনুষ্টান । সারা বাংলা জুড়ে অংশগ্রহণকারীগণ তাঁদের রবীন্দ্র নৃত্য , সঙ্গীত , আবৃত্তির মধ্য দিয়ে বাংলা ভাষী সকলকে দিলেন রবীন্দ্রপ্রণামের সুযোগ । কেন এমন মনমোহনী অনুষ্টানের আয়োজন করলো নজরুল চর্চাকেন্দ্র এই প্রশ্নের উত্তরে শ্রদ্ধেয় শেখ কামালউদ্দিন নোঙর প্রতিদিন প্রতিনিধিকে জানালেন , ' রবীন্দ্রনাথ ঠাকুর অর্ধশতাব্দী পর আজও সমান প্রাসঙ্গিক । তিনি কাজী নজরুলের চোখে বিশ্বকবি সম্রাট । আজ এই চরম দুর্দিনে মনীষী রবীন্দ্রনাথের বাণী আমাদের শান্তির পাথেয় হতে পারে , এই জন্যই রবীন্দ্রবাণী প্রচার প্রসারে সচেষ্ট হয়েছি । ' 
সত্যই রবীন্দ্রনাথ আজও সমান প্রাসঙ্গিক । নজরুল চর্চা কেন্দ্রের প্রচেষ্টাকে সাধুবাদ জানায় । 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।