পোস্টগুলি

দেশনায়ক সুভাষচন্দ্র । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সুভাষচন্দ্র বসু : অন্তর্ধান রহস্য । একটি অনুসন্ধান মূলক আলোকপাত ।

ছবি
আরিফুল ইসলাম সাহাজি ।  নেতাজী সুভাষ চন্দ্র বসু , নামটি উচ্চারণ করবার সঙ্গেই হৃদয় পবিত্রময় হয়ে ওঠে । দেশ ও জাতিকে  কল্যাণময় আবহ দিতেই কেটে গেছে তাঁর জীবনের সবটুকু অবসর । স্বস্বাধীনতা ও সুবিধাভোগ নিয়ে অন্য আরও অনেকেই যখন অপেক্ষাকৃত নিরাপদ নৌকার যাত্রী , ঠিক সেই সমমুহুর্তে অসুস্থ মাকে ছেড়ে (গর্ভধারিনী এবং দেশ মা , উভয় অর্থে )তিনি এগিয়ে গেছেন অজানার পথে । সেই গন্তব্যের কোন দিশা নেই , ভয়ঙ্কর রাষ্ট্রনায়ক , যাঁরা কোন অজুহাত ছাড়াই মানব হত্যার সিদ্ধহস্ত (হিটলার , তেজো প্রমুখ )তাঁদের সাহায্যে অভাগা দেশটাকে মুক্ত করবার বাসনায় মৃত্যুতিলক এঁকে নিয়েছেন স্বললাটে । তবে তাঁকে মরতে হয়নি , তিনি অনন্য  । তিনি কেন মৃত্যুবরণ করতে যাবেন ? বিশ্বইতিহাসে এমন অমর গাঁথা বোধহয় আর একটিও নেই , মনীষী সুভাষের জন্ম আছে কিন্তু মৃত্যু নেই ।  নেতাজী সুভাষচন্দ্রের কাছে সবার আগে দেশ , সবার পরেও দেশ । চাইলেই কাটাতে পারতেন নির্বিঘ্ন জীবন , সিভিল সার্ভিসে ভালো নম্বর পেয়ে নিয়োগপত্র পেয়েছিলেন । তবে ইতিহাস বোধহয় তা চাইতো না  , যিনি কোটি কোটি ভারতীয় হৃদয়ের আরাধ্য হবেন , তিনি কোন দুঃখে গো...