পোস্টগুলি

কাশ্মীর সমস্যার গোড়ার কথা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কাশ্মীর ও জহরলাল নেহেরু , একটি সমান্তরাল আলোচনা । লিখছেন আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
গাজা ভূখন্ড প্যালেস্টাইন এবং ইজরায়েলের দ্বন্দ ফ্যাসাদের কেন্দ্রিক অংশ , তেমনি কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান , দুই রাষ্ট্রের সম্পর্ক সৃষ্টিলগ্নপর্ব থেকে আজ পর্যন্ত আগ্নেয়গিরি আকার ধারণ করে রয়েছে । সুপ্ত অবস্থায় থাকলে বেশ চলে সম্পর্কের সমীকরণ , তবে জাগ্রত হলেই উত্তপ্ত বিদ্বেষের লাভা দুই ভূখন্ডের সম্পদ এবং মানুষকে খাতের কিনারে দাঁড় করায় । বলতে গেলে সব দ্বন্দ ফ্যাসাদের মূল ঝাড় কাশ্মীরই , দেশবিভাগের সময় কাশ্মীর সমস্যার সুষ্ট সমাধান সম্ভব হলে মনে হয় প্রতিবেশী হিসাবে দুই দেশের সম্পর্ক এমন বিশ্রীরকম খারাপ পর্যায়ে পৌঁছাতো না । কাশ্মীর সমস্যার গভীরতা উপলব্ধ করতে , কাশ্মীর সম্পর্কে পরিস্কার ধারণা দেওয়া দরকার । লোককথানুসারে , কাশ্মীর আসলে শুষ্ক ভূমি , নামের অর্থনুসারেই এইরুপ অভিধা । সংস্কৃতে ' কা ' শব্দের অর্থ জল , অনুরুপ ' শীমিরা ' শব্দের অর্থ ভূমি । দ্বাদশ শতাব্দীর মনীষী কলহন কাশ্মীর কেন্দ্রিক একটি ঐতিহাসিক গ্রন্থ প্রণয়ন করেন , নাম 'রাজতরঙ্গিণী', সেখানে বলা হয়েছে , পূর্বে কাশ্মীর ছিল একটি হ্রদ । ষষ্ঠ শতাব্দীতে ভারতে আসেন প্রখ্যাত চীনা পরিব্রাজক ...