মাটি ও মানুষ , এই দুই সমধর্মী মনন দ্বারা পরিচালিত হয়েছে তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের জীবন এবং সাহিত্য । আলোচনা করছেন আরিফুল ইসলাম সাহাজি ॥
শরৎ উত্তর বাংলা সাহিত্যের যুগপুরুষ নামজাদা কথাকার হলেন তারাশঙ্কর বন্দোপাধ্যায় । সাহিত্য অঙ্গনে তাঁর বিচরণ সুদীর্ঘকাল ব্যাপি এক অনন্য গতিতে বহমান ছিল । প্রায় অর্ধশতাব্দী কাল (৪৫ বৎসর )যাবৎ বাঙালি সমাজের অধঃপতন , অস্তিরতার ছবিকে দক্ষ শিল্পীর মত এঁকেছেন , যা তাঁর সাহিত্য শরীরকে দিয়েছে এক অনন্য শৈল্পিক সৌন্দর্য । তৎকালীন সমাজ বাস্তবতা , বাঙালির চাওয়া পাওয়ার গল্প তাঁর উপন্যাস ও ছোটগল্পকে অসম্ভব কথন সৌন্দর্য প্রদান করেছে । গল্প বলবার এই অনন্য স্বকীয়তাই তাঁকে সমকাল অতিক্রম করে যুগউত্তরণ করতে সহায়ক হয়েছে । ব্যক্তি তারাশঙ্কর মনে করতেন , ' মানুষের উপর বিশ্বাস হারানো পাপ ' । এই ঘোষণার রোপণ আমরা তাঁর উপন্যাস , ছোটগল্প , প্রায় সর্বত্রই দেখতে পায় । সমাজিক ভাবে বিত্তশালী পরিবারের প্রতিভূ হলেও সাধারণ গণমানবের সঙ্গে সহযোগ তারাশঙ্করকে এক অপরিমেয় শক্তি সঞ্চয় করতে সাহায্য করেছিল । এই অভিজ্ঞানই তাঁকে রাঢ় বাংলার চলন্ত জীবনের শ্রেষ্ঠতম রুপকারে পরিণত করেছে , একথা উপস্থাপন করা যায় । তারাশঙ্করের জন্ম সাল ১৮৯৮ , সেদিনগত তারিখ ছিল ২৪ শে জুলাই , (বাংলা সন , ১৩...