নোঙর কবিতার কবি অজিত দত্ত : সমকালীন জীবনের মেঘকৃষ্ণ বন্ধ্যা অন্ধকারের জন্য কবির আক্ষেপ । নৈরাশ্যপীড়িত পৃথিবীতে কবি ক্লান্ত হলেও কবির মনে ছিল রোমান্টিক মনের স্বপ্ন । আলোচনা করেছেন আরিফুল ইসলাম সাহাজি
রবীন্দ্রউত্তর কবি অজিত দত্ত , কল্লোল যুগের সাহিত্যিক হওয়া পরও রবীন্দ্র বিরোধী হিসাবে স্বপরিচয় প্রতিস্থাপনে সচেষ্ট হননি । বাংলা কাব্যে তিনি বুদ্ধদেব বসুর সহযোগী হিসাবে আবির্ভূত হন । সমকালীন যুগ যন্ত্রণা , নৈরশ্যের হাহাকার তাঁকে পীড়িত করলেও জীবন বিমুখ করেনি , বরং দুঃখ তাপে পুড়িয়ে তাঁকে জীবনবাদী কবি হিসাবে গড়ে তুলেছে । স্বরস্বত এবং চিরন্তন শ্বাশ্বত কাব্যিক উপাদানকেই তিনি স্বকাব্য শরীরে উপস্থাপনা দিয়েছেন । কবি হিসাবে তিনি ছিলেন ভাবুক এবং রোমান্টিক । কাব্য ভঙ্গিমায় তাঁর কথন ছিল ঋজু চালে বিদ্ধ , সহজ সরলতাই আবদ্ধ । ১৯৩০ সালে প্রকাশিত ' কুসুমের মাস ' , তাঁর প্রথম কাব্যগ্রন্থ । ' কুসুমের মাস ' ছাড়াও তাঁর অন্যান্য নামযোগ্য কাব্যগ্রন্থ সমূহ হল , ' পাতাল কন্যা ' , ' নষ্টচাঁদ ' ,' পুনণবা ' , ' ছায়ার আলপনা ' , ইত্যাদি । হতাশা , নৈরাশ্য ও জীবন গল্পের অন্যান্য অপদিক কবিতায় আনয়নের পাশাপাশি তিনি অন্য সকল রবীন্দ্রউত্তর কবিদের মত প্রেমের কবিতা লিখেছেন । প্রেম , রোমান্টিকতা ও সৌন্দর্যের বাস্তব ও পরাবাস্তবতা তাঁর কবিতার প্রাণ । প্রত্যেক কবি মান...