পোস্টগুলি

শ্রদ্ধাঞ্জলি । লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

সমকালীন কবিদের রবীন্দ্রভাবনা । আরিফুল ইসলাম সাহাজি ।

ছবি
বিশ্বকবি রবীন্দ্রনাথ সমীপেষু , বাঙালির সর্বকালিক অভিভাবক । তবে শুধু বাংলা ভাষী নন , সমগ্র ভারতবর্ষের গৌরব সূর্য তিনি , অহংকারের পূর্ণচন্দ্র । রবীন্দ্রনাথকে অস্বীকার করবার দুঃসাহস বাঙালি আজ অব্দি দেখাতে পারেনি , তবে কি রবীন্দ্রনাথকে অস্বীকার করবার আস্ফালন বাংলা সাহিত্যে ঘনীভূত হয়নি ? হয়েছে , তবে সে প্রচেষ্টা নিতান্ত কাঁচা এবং এলেবেলে সদৃশ অপরিপক্কজাত । মোহিতলাল মজুমদার , ডি .এল রায় প্রমুখ সাহিত্য মানস সমালোচকগণ রবীন্দ্র ত্রুটি সমন্বিত ইস্তাহার রচনায় প্রয়াসী হয়েছিলেন , তাঁরা রবীন্দ্রসাহিত্যকে ভাবের সাহিত্য বলেই আখ্যায়িত করেছিলেন , যদিও তাঁদের এ অভিযোগ নিঃসন্দেহভাবে অমূলক কিম্বা ঈর্ষাজনিত হতে পারে । পাঠক , কল্পনা করুন তো , ' চোখের বালির ' বিনোদনী ' নামক চরিত্রটির বিনির্মাণগত আদলের কথা । উল্লেখিত , ওই চরিত্রটির মত বাস্তবের মাটিতে হেঁটে বেড়ানো চরিত্রগত আদল শুধু বাংলা সাহিত্য কেন , বিশ্বসাহিত্যেও বিরলতম । আকাল বৈধব্য বিনোদ , কপাল দোষে পতিপ্রেম জোটেনি তাঁর , তাই মহেন্দ্রের স্ত্রীর পতিপ্রেমকে সে ঈর্ষার চোখে দেখছে । কাহিনীর এমন মনস্তাত্বিক মোচড় সমাজ জীবনের গল্পেও আমরা মুখ...

প্রয়াত অভিনেতা ইরফান খান । শোকে বিহ্বল পুরো দেশ ।

ছবি
গত কয়েকবছর ধরেই গুরুত্বপূর্ণ মৌলিক চিন্তনজাত পরিআবহিক সমৃদ্ধি পথ পরিত্যাগ করে আমরা ভারতীয়রা হিন্দু মুসলমান খেলছি । অন্ততঃ করোনার আবির্ভাব মুহূর্তের পূর্ব পর্যন্ত তো এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিলেন অনেকেই । প্রতিবেশিকে অচেনা লাগতে শুরু করেছিল । জন্মের পর যাদের আশ্রয় ও প্রশ্রয় পেয়ে আমাদের বেড়ে ওঠা সেই মানুষগুলোই কেমন যেন পাল্টে পাল্টে যাচ্ছিল । নেপথ্যে দায়িত্ব অর্পিত নেতারা দায়িত্বহীন দিক নির্দেশনা ।  আজ একটু আগে মহান অভিনেতা এবং অসম্ভব ভালো মনের ও প্রিয় মানুষ ইরফান খান প্রয়াত হয়েছেন । নিঃসন্দেহে পুরো বিশ্বব্যাপি এটা এক শোক সংবাদ । ভারতবাসীর কাছে এ এক অপূরণীয় ক্ষতি । ইরফান খান নিঃসন্দেহে অসম্ভব দক্ষ অভিনেতা । সোসাল মিডিয়ায় পর্দায় পর্দায় তাই নেমেছে শোক আবহ । দেখতে ভীষণ ভালো লাগলো , তিনি এক বিশেষ ধর্মের মানুষ বলে শুধুমাত্র বিশেষ ধর্মের মানুষ শোক জ্ঞাপন করছেন তা কিন্তু নয় । পুরো ১৩০ কোটি মানুষ তাঁর প্রয়াণে কষ্ট পেয়েছেন । এই তো ভারতবর্ষ , ধর্ম পরে , কর্মটাই সবার আগে হোক এমনি প্রতিক্ষেত্রে ।