প্রয়াত অভিনেতা ইরফান খান । শোকে বিহ্বল পুরো দেশ ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
গত কয়েকবছর ধরেই গুরুত্বপূর্ণ মৌলিক চিন্তনজাত পরিআবহিক সমৃদ্ধি পথ পরিত্যাগ করে আমরা ভারতীয়রা হিন্দু মুসলমান খেলছি । অন্ততঃ করোনার আবির্ভাব মুহূর্তের পূর্ব পর্যন্ত তো এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছিলেন অনেকেই । প্রতিবেশিকে অচেনা লাগতে শুরু করেছিল । জন্মের পর যাদের আশ্রয় ও প্রশ্রয় পেয়ে আমাদের বেড়ে ওঠা সেই মানুষগুলোই কেমন যেন পাল্টে পাল্টে যাচ্ছিল । নেপথ্যে দায়িত্ব অর্পিত নেতারা দায়িত্বহীন দিক নির্দেশনা ।
আজ একটু আগে মহান অভিনেতা এবং অসম্ভব ভালো মনের ও প্রিয় মানুষ ইরফান খান প্রয়াত হয়েছেন । নিঃসন্দেহে পুরো বিশ্বব্যাপি এটা এক শোক সংবাদ । ভারতবাসীর কাছে এ এক অপূরণীয় ক্ষতি । ইরফান খান নিঃসন্দেহে অসম্ভব দক্ষ অভিনেতা । সোসাল মিডিয়ায় পর্দায় পর্দায় তাই নেমেছে শোক আবহ । দেখতে ভীষণ ভালো লাগলো , তিনি এক বিশেষ ধর্মের মানুষ বলে শুধুমাত্র বিশেষ ধর্মের মানুষ শোক জ্ঞাপন করছেন তা কিন্তু নয় । পুরো ১৩০ কোটি মানুষ তাঁর প্রয়াণে কষ্ট পেয়েছেন । এই তো ভারতবর্ষ , ধর্ম পরে , কর্মটাই সবার আগে হোক এমনি প্রতিক্ষেত্রে ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন