জীবনানন্দের কবিতায় চিত্ররুপময়তা এবং অন্যান্য কাব্যিক অনুসঙ্গ । আলোচনা করেছেন আরিফুল ইসলাম সাহাজি ॥
বাংলা কাব্যকলার শুদ্ধতম কবি জীবনানন্দ মনী ষী রবীন্দ্রনাথ জীবনানন্দের কবিতা পড়ে বলেছিলেন , তাঁর কবিতা চিত্ররূপময় । তবে কেবল মাত্র ' চিত্ররুপময় ' এই অভিধা ব্যঞ্জন পদে থেমে গেলে রবীন্দ্র উত্তরকালের সর্বশ্রেষ্ঠ সরস্বত কবি প্রতিভা জীবনানন্দ দাশের প্রতি একটু অবিচার করা হবে । জীবনানন্দের কবিতা শুধুমাত্র চিত্ররূপময় নয় , আঙ্গিক এবং প্রকাশ ও বাকরীতি এবং শরীরী গঠনগত দিক দিয়ে তা আধুনিক কাব্য কলার অনবদ্য দৃষ্টান্ত হিসাবে আদরনীয় হয়ে থাকবে । জীবনানন্দকে গভীর অভিনিবেশে পাঠ করলে বলতে হয় , তিনি যদি কবি না হতেন , তাহলে নিসন্দেহতীত ভাবে বলা যায় , তিনি একজন দক্ষ শিল্পী হতেন , এ বিষয়ে সন্দিহান না হওয়ায় ভালো । অনেকগুলো ছবি নিয়ে তিনি একটি কবিতার শরীর গঠন করতেন দক্ষ শিল্পীর মতন । একটি কবিতা যেন অনেকগুলো ছবির সমাহার হয়ে উঠেছে । ইতিহাসবোধ , জীবন চেতনা এবং সমকালীন সময়ের প্রসববেদনা হয়ে উঠেছে সেই সব ছবি । জীবনানন্দ দাশের কবি মনন , সমকালীন সময় , সমাজভাবনা থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে ছিল । আসলে যাঁরা মহাকালিক ভাবনা ও মননের প্রতিভূ হন , তাঁরা সমকা...