পোস্টগুলি

jin r vuter golpo লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

জ্বীনেদের নামাজ - আরিফুল ইসলাম সাহাজি

আমি থাকি রায়কোলা শাহী মসজিদ থেকে দুই ,তিন ক্রোশ দূরে ।মসজিদটি কয়েক শতাব্দী প্রাচীন ।ইতিহাস রহস্যবৃত ।কে বা কারা তৈরী করেছিলেন কয়েক শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্যবাহী উপাসনা গৃহটি ,আজও জানা যায়নি । বিষয়টি নিয়ে প্রত্নতাত্বিক গবেষণা হলে হয়ত ইতিহাস একটা জুটত ।কেউ কেউ বলেন ,মসজিদটি জ্বীনেদের তৈরী ।একরাতে তাঁরা নির্মাণ করেছিলেন ।কেউ বলেন ,আরব থেকে যে বাইশজন দরবেশ ধর্মপ্রচারের উদ্দেশ্যে বর্তমান  দেগঙ্গা ব্লকে এসেছিলেন তাঁরাই হয়ত তৈরী করে থাকবেন ।তবে ,অধিকাংশের অভিমত মোঘল বাদশা সাজাহানের নির্দেশে এ অঞ্চলের কোন প্রশাসক উপাসনা গৃহটি নির্মাণ করেন । জনবসতি কম ।মসজিদের পাশে কয়েক শতাব্দী প্রাচীন কবরস্থান ।কে বা কারা সেখানে শায়িত ,কেউ বলতে পারেন না ।কবরস্থানকে কেন্দ্র করে রয়েছে অবাঞ্ছিত লতা - গুল্ম।  গোটা ছয়েক বিরাটাকার বটগাছ ভয়াবহ করে তুলেছে পরিবেশ ।মসজিদের একেবারে সামনে রয়েছে আমার শৈশব কাটানো উচ্চবিদ্যালয় ।পিছনের দিকটাতে ছিল স্কুলের ছেলেদের জন্য বয়েজ হোস্টেল ।  থমথমে পরিবেশ  ।স্কুলে গিয়ে আমরা দিনের বেলা ভয় পেতাম ।গা হিম করা গল্প শুনতাম বাবা দাদুদের কাছে ।মসজিদের সাতটি গম্বুজ ।একটা...