জানা অজানায় ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত । লিখেছেন আরিফুল ইসলাম সাহাজি ।
বাংলা কবিতায় ছন্দের জাদুকর নামে সমধিক খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্ত । বাংলা কবিতার ইতিহাসে এক অনন্য এবং বিশিষ্ট কবিস্বর সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম ১২ ফেব্রুয়ারি , ১৮৮২ সালে । জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রাম । সত্যেন্দ্রনাথ দত্ত পিতামহ অক্ষয়কুমার দত্তের কাছ থেকে উত্তরাধিকার স্বরুপ পেয়েছিলেন সাহিত্য অভিজ্ঞান । পিতা রজনীনাথ দত্ত , মাতা মহামায়া দেবী ছাড়াও গান্ধীজী এবং রবীন্দ্রনাথের অপরিসীম প্রভাব ছিল সত্যেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্মে । যা তাঁকে স্বদেশপ্রীতি এবং মানব ধর্মে দীক্ষিত হতে উজ্জ্বীবিত করে তুলেছিল । ১৮৯৯ সালে সেন্টাল কলেজিয়েট স্কুল থেকে সন্মানের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন । ১৯০১ সালে বর্তমান স্কটিশ চার্চ কলেজ এফ .এ পাশ করেন । সত্যেন্দ্রনাথ দত্তের বিশেষ কৃতিত্ব বাংলা ছন্দের শরীরী গঠন তৈরির নেপথ্যে অনন্য ভূমিকা পালন করা । তাঁকে ছন্দের জাদুকর হিসাবে আখ্যায়িত করা হয় । বাংলা ছন্দের নিজস্ব কাঠামোর মধ্যে নানা বৈচিত্র সৃষ্টিতে যেমন তিনি পারদর্শীতা দেখিয়েছেন , তেমনি ইংরেজি , সংস্কৃতি , ফরাসি , জাপানি প্রভৃতি বিদেশি কবিতার নানা ছন্দ নিয়ে তিনি বিচিত্র শ...