জানা অজানায় ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত । লিখেছেন আরিফুল ইসলাম সাহাজি ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাংলা কবিতায় ছন্দের জাদুকর নামে সমধিক খ্যাত কবি সত্যেন্দ্রনাথ দত্ত । বাংলা কবিতার ইতিহাসে এক অনন্য এবং বিশিষ্ট কবিস্বর সত্যেন্দ্রনাথ দত্তের জন্ম ১২ ফেব্রুয়ারি , ১৮৮২ সালে । জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রাম । সত্যেন্দ্রনাথ দত্ত পিতামহ অক্ষয়কুমার দত্তের কাছ থেকে উত্তরাধিকার স্বরুপ পেয়েছিলেন সাহিত্য অভিজ্ঞান । পিতা রজনীনাথ দত্ত , মাতা মহামায়া দেবী ছাড়াও গান্ধীজী এবং রবীন্দ্রনাথের অপরিসীম প্রভাব ছিল সত্যেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্মে । যা তাঁকে স্বদেশপ্রীতি এবং মানব ধর্মে দীক্ষিত হতে উজ্জ্বীবিত করে তুলেছিল ।
১৮৯৯ সালে সেন্টাল কলেজিয়েট স্কুল থেকে সন্মানের সাথে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন । ১৯০১ সালে বর্তমান স্কটিশ চার্চ কলেজ এফ .এ পাশ করেন ।
সত্যেন্দ্রনাথ দত্তের বিশেষ কৃতিত্ব বাংলা ছন্দের শরীরী গঠন তৈরির নেপথ্যে অনন্য ভূমিকা পালন করা । তাঁকে ছন্দের জাদুকর হিসাবে আখ্যায়িত করা হয় । বাংলা ছন্দের নিজস্ব কাঠামোর মধ্যে নানা বৈচিত্র সৃষ্টিতে যেমন তিনি পারদর্শীতা দেখিয়েছেন , তেমনি ইংরেজি , সংস্কৃতি , ফরাসি , জাপানি প্রভৃতি বিদেশি কবিতার নানা ছন্দ নিয়ে তিনি বিচিত্র শিল্পসৃষ্টি করেন ।
গান্ধীজীর অসহযোগ আন্দোলনের প্রতি সত্যেন্দ্রনাথ দত্তের প্রবল সমর্থন ছিল । সমসাময়িক সমাজিক , রাজনীতিক মূল্যবোধের অনন্য আলেখ্য তাঁর কবিতার শরীর জুড়ে লেপ্টে আছে । মেথর , সেবা সাম , শূদ্র , জাতির পাতি কবিতাগুলি তাঁর মানবপ্রীতি , অসহায় জনজাতির প্রতি তাঁর সমর্থন এবং অবস্থানকে স্পষ্টতা দেয় । এছাড়াও কবির স্বদেশপ্রেম ও মানবপ্রীতির পরিচয় পাওয়া যায় তাঁর আমরা , সাগর তর্পণ প্রভৃতি কবিতায় ।
সত্যেন্দ্রনাথ দত্তের সমধিক উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সমূহের ভিতর উল্লেখ করবার মত কয়েকটি হল , সবিতা ১৯০০ , বেনু ও বীণা ১৯০১ , হোমশিখা ১৯০৭ , তীর্থ সলিল ১৯০৮ , কুহু ও কেকা ১৯১২ , অভ্র আবির ১৯১৬ , হসন্তিকা ১৯১৭ প্রভৃতি । এছাড়াও ছন্দ সম্পর্কীত তাঁর সম্পাদিত গ্রন্থ হল , ছন্দ স্বরস্বতী ১৯১৮ , বিশেষভাবে উল্লেখযোগ্য । কবিতা ছাড়া উপন্যাস রচনাতেও তিনি মনোযোগী হয়েছিলেন । জন্মদুঃখী , এবং ডঙ্কানিশান তাঁর রচিত দুটি উপন্যাস ।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন