পোস্টগুলি

bangla kobita image ; লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

অধরা সুখ - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
              সুখ ,তোমায় নিয়ে আর ভাবিনা , সপ্নও দেখিনা তোমার কাছাকাছি যাওযার ভাবনার রং তুলি শুকিয়ে গেছে , যেকোন সময় ঝরে পড়বে হয়ত সুর কেটে গেছে ,লয়ও হারিয়ে গেছে অজানা দিগন্তে ;কষ্টরা আজ জোট বেঁধেছে যেতে পারব না তাই তোমার কাছে । সুখ ,তুমি না থাকলেও বেশ আছি ! সময়ও কাটছে নিজের মতো করে , তবে মনের সাথে যে যুদ্ধ তাতে নিয়মিত যাচ্ছি হেরে । সুখ ,তোমার অভাব মিটছে আজ হতাশার অলিগলিতে , বেশ আছি আজ ,কর্মহীনতার কাফনে জড়ানো জীবন্তলাশ হয়ে !

নামহীন একটি কবিতা - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
হলুদাভ বিষন্ন পীড়িত হৃদয়ে বসে ক্লান্ত পথিক আমি দেখছি ভগ্ন হৃদয়ে জীবনের হাজার ওঠানামা ;পীড়িত আমি বাড়াও তোমার হাত আমি বাঁচতে চাই । জীবনের গহন সমুদ্রে ডুব মেরেছি বার বার ,সরিয়ে দিতে চেয়েছি হাজারো আঁধার ,কিন্তু পারিনি তাই ফিরে এসেছি বার বার ।