অধরা সুখ - আরিফুল ইসলাম সাহাজি
সুখ ,তোমায় নিয়ে আর ভাবিনা ,
সপ্নও দেখিনা তোমার কাছাকাছি যাওযার
ভাবনার রং তুলি শুকিয়ে গেছে ,
যেকোন সময় ঝরে পড়বে হয়ত
সুর কেটে গেছে ,লয়ও হারিয়ে গেছে
অজানা দিগন্তে ;কষ্টরা আজ জোট বেঁধেছে
যেতে পারব না তাই তোমার কাছে ।
সুখ ,তুমি না থাকলেও বেশ আছি !
সময়ও কাটছে নিজের মতো করে ,
তবে মনের সাথে যে যুদ্ধ
তাতে নিয়মিত যাচ্ছি হেরে ।
সুখ ,তোমার অভাব মিটছে
আজ হতাশার অলিগলিতে ,
বেশ আছি আজ ,কর্মহীনতার
কাফনে
জড়ানো জীবন্তলাশ হয়ে !
সুন্দর...পরিণত কবিতা
উত্তরমুছুন