অধরা সুখ - আরিফুল ইসলাম সাহাজি

             
সুখ ,তোমায় নিয়ে আর ভাবিনা ,
সপ্নও দেখিনা তোমার কাছাকাছি যাওযার
ভাবনার রং তুলি শুকিয়ে গেছে ,
যেকোন সময় ঝরে পড়বে হয়ত
সুর কেটে গেছে ,লয়ও হারিয়ে গেছে
অজানা দিগন্তে ;কষ্টরা আজ জোট বেঁধেছে
যেতে পারব না তাই তোমার কাছে ।

সুখ ,তুমি না থাকলেও বেশ আছি !
সময়ও কাটছে নিজের মতো করে ,
তবে মনের সাথে যে যুদ্ধ
তাতে নিয়মিত যাচ্ছি হেরে ।

সুখ ,তোমার অভাব মিটছে
আজ হতাশার অলিগলিতে ,
বেশ আছি আজ ,কর্মহীনতার
কাফনে
জড়ানো জীবন্তলাশ হয়ে !

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।