পোস্টগুলি

bangla kobita o robindranath লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কাগজের নৌকা - রবীন্দ্রনাথ ঠাকুর

ছবি
ছুটি হলে রোজ ভাসাই জলে কাগজ-নৌকাখানি। লিখে রাখি তাতে আপনার নাম, লিখি আমাদের বাড়ি কোন গ্রাম বড়ো বড়ো ক'রে মোটা অক্ষরে যতনে লাইন টানি। যদি সে নৌকা আর-কোনো দেশে আর-কারো হাতে পড়ে গিয়ে শেষে আমার লিখন পড়িয়া তখন বুঝিবে সে অনুমানি কার কাছ হতে ভেসে এল স্রোতে কাগজ-নৌকাখানি ।। আমার নৌকা সাজাই যতনে শিউলি বকুলে ভরি। বাড়ির বাগানে গাছের তলায় ছেয়ে থাকে ফুল সকাল বেলায়, শিশিরের জল করে ঝলমল্‌ প্রভাতের আলো পড়ি। সেই কুসুমের অতি ছোটো বোঝা কোন্‌ দিক-পানে চলে যায় সোজা, বেলাশেষে যদি পার হয়ে নদী ঠেকে কোনোখানে যেয়ে - প্রভাতের ফুল সাঁঝে পাবে কূল কাগজের তরী বেয়ে ।। আমার নৌকা ভাসাইয়া জলে চেয়ে থাকি বসি তীরে। ছোটো ছোটো ঢেউ উঠে আর পড়ে, রবির কিরণে ঝিকিমিকি করে, আকাশেতে পাখি চলে যায় ডাকি, বায়ু বহে ধীরে ধীরে । গগনের তলে মেঘ ভাসে কত আমারি সে ছোটো নৌকার মতো - কে ভাসালে তায়, কোথা ভেসে যায়, কোন দেশে গিয়ে লাগে। ঐ মেঘ আর তরণী আমার কে যাবে কাহার আগে ।। বেলা হলে শেষে বাড়ি থেকে এসে নিয়ে যায় মোরে টানি আমি ঘরে ফিরি, থাকি কোনে মিশি, যেথা কাটে দিন সেথা কা...

তুমি ছিলে তাই - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
তুমি ছিলে তাই মেঘান্তরালে হারিয়ে  যায়নি মিলনরসের  বর্ণমালা ;তুমি ছিলে  তাই মৃত্যুকালেও  জাগে বাঁচতে হৃদয়ের  এলবাম । তুমি ছিলে তাই  কবি পারেন সপ্নতরী  বেয়ে দুঃখের সাগরনীরে  ভাললাগার মুক্তবন্দরে  জাহাজ ভিড়াতে ;তুমি  ছিলে তাই জীবনপথে  ক্লান্ত পথিক আশ্রয়ের  খোঁজ করে । তুমি ছিলে তাই কৃষক  ফসল ফলায় মাঠে ; তুমি ছিলে তাই জীবনের  গোধূলিতেও অশক্ত হাতে  রবিঠাকুর লিখতে পারেন , তুমি ছিলে তাই বীর বিপ্লবী  সূর্যসেন হাসিমুখে পড়তে পারেন ফাঁসির  দড়ি গলাতে । তুমি ছিলে তাই  রাতের মৌনতা কাটিয়ে  নিশিপদ্ম ফোটে ; তুমি  ছিলে তাই গুরু পারেন শিষ্যের  পীড়িত হৃদয়ে জালতে  জাগরণমন্ত্র । তুমি ছিলে তাই...

বিশ্বকবি রবীন্দ্রনাথ এর পূর্ণাঙ্গ কাব্যগ্রন্ত

আমরা এখানে বিশ্বকবি রবীন্দনাথের কাব্যগ্রন্তের একটা লিস্ট দিলাম - মানসী 1890,সোনার তরী 1894,চিত্রা 1896,ভানুসিংহের পদাবলী 1884, কথা ও কাহিনী 1990,ক্ষণিকা 1900,স্মরণ 1902-03,শিশু 1906,খেয়া 1910, গীতাঞ্জলি 1990,গীতালি 1915,পুনশ্চ 1932,শেষ সপ্তক 1935,বীথিকা 1935, পত্রপুট 1936,প্রান্তিক 1938,সেঁজুতি 1938,আকাশ প্রদীপ 1939,নবজাতক 1940, সানাই 1940,আরোগ্য 1941,জন্মদিনে 1941,বলাকা 1916,পূরবী 1925,মহুয়া 1929

অনুকবিতা :বেজন্মা

ছবি
এক মুখ পোড়া মিনসের এক ফোঁটা বীর্যে আমার গর্ভে বেড়ে উঠছে একটা দলাপাকানো রক্তকণা !

বিপন্ন জীবন 2

ছবি
ঘাতকের দেয়া ক্ষত আর পিশাচের থেকে বাঁচতে স৉প্নিল সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল , না পারিনি সে ;উত্তাল তরঙ্গে ভেসে গেল ছোট সে চাঁদ ! মনমসজিদের দারে প্রবল জোরে টকা মারে একটি প্রশ্ন ,মহাশূন্য থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগবে আজ ?সবুজ ,সাদা , নাকি হায়েনার রক্তজমাট সেঁধিয়ে  যায়া রক্তিম গোলাপ !
ছবি
বিপন্ন জীবন - আরিফুল ইসলাম সাহাজী  সারারাত ছিলাম উলঙ্গ সপ্নের সাথে  ভালবাসার মানুষ আজ আমায় ডেকেছে , এক রোখা রোদ্দুর উন্মক্ত হয়ে  খেতে আসছে ভালবাসাকে ! ফাটাফাটি জোসনার রূপালী কর্ণারে  মুখের দিকে কি থাকব ফিরে ! বোধকেলণ্ত লাগছে - প্রথম দেখায় কি বলব ওকে ? আর্তনাত !জনহীন এ্ই বনসপতিতলে  একি প্রিয়া ?কাপড় হাঁটুর উপরে  যন্তনার সাইক্লোন বুকে আছড়ে পড়ে  একটু আগে ও ধর্ষিত হয়েছে । Add caption
ছবি
কবিতার কথা হলে - আরিফুল ইসলাম সাহাজী  কবিতার কথা হলে রিদতারাটি  প্রবল জোরে বেজে ওঠে , কবিতার কথা হলে রিদগ্রোংতির  অতল গহ্বর হতে বেরিয়ে আসতে  চাই সহশ্রাব্দ যুক্ত অলস দীপ্প্রোহোর , কবিতার কথা হলে বসন্তের বাতাসের মত মিশে যেতে  ইচেছ করে নিশীথ অন্ধকারের অলিতে  গলিতে ; কবিতার কথা হলে ইচেছ নদীতে তরী  ভাসিয়ে অত্তোহূতি দিতে বাসনা  জাগে মাঝ সুমুদে ,............................ আর কবিতার কথা হলে তোমার কথা  বড় মনে পরে ! Add caption