তুমি ছিলে তাই - আরিফুল ইসলাম সাহাজি
তুমি ছিলে তাই
মেঘান্তরালে হারিয়ে
যায়নি মিলনরসের
বর্ণমালা ;তুমি ছিলে
তাই মৃত্যুকালেও
জাগে বাঁচতে হৃদয়ের
এলবাম ।
তুমি ছিলে তাই
কবি পারেন সপ্নতরী
বেয়ে দুঃখের সাগরনীরে
ভাললাগার মুক্তবন্দরে
জাহাজ ভিড়াতে ;তুমি
ছিলে তাই জীবনপথে
ক্লান্ত পথিক আশ্রয়ের
খোঁজ করে ।
তুমি ছিলে তাই কৃষক
ফসল ফলায় মাঠে ;
তুমি ছিলে তাই জীবনের
গোধূলিতেও অশক্ত হাতে
রবিঠাকুর লিখতে পারেন ,
তুমি ছিলে তাই বীর বিপ্লবী
সূর্যসেন হাসিমুখে পড়তে
পারেন ফাঁসির
পারেন ফাঁসির
দড়ি গলাতে ।
তুমি ছিলে তাই
রাতের মৌনতা কাটিয়ে
নিশিপদ্ম ফোটে ; তুমি
ছিলে তাই গুরু পারেন
শিষ্যের
শিষ্যের
পীড়িত হৃদয়ে জালতে
তুমি ছিলে তাই ...........
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন