তুমি ছিলে তাই - আরিফুল ইসলাম সাহাজি

তুমি ছিলে তাই
মেঘান্তরালে হারিয়ে 
যায়নি মিলনরসের 
বর্ণমালা ;তুমি ছিলে 
তাই মৃত্যুকালেও 
জাগে বাঁচতে হৃদয়ের 
এলবাম ।

তুমি ছিলে তাই 
কবি পারেন সপ্নতরী 
বেয়ে দুঃখের সাগরনীরে 
ভাললাগার মুক্তবন্দরে 
জাহাজ ভিড়াতে ;তুমি 
ছিলে তাই জীবনপথে 
ক্লান্ত পথিক আশ্রয়ের 
খোঁজ করে ।

তুমি ছিলে তাই কৃষক 
ফসল ফলায় মাঠে ;
তুমি ছিলে তাই জীবনের 
গোধূলিতেও অশক্ত হাতে 
রবিঠাকুর লিখতে পারেন ,
তুমি ছিলে তাই বীর বিপ্লবী 
সূর্যসেন হাসিমুখে পড়তে
পারেন ফাঁসির 
দড়ি গলাতে ।

তুমি ছিলে তাই 
রাতের মৌনতা কাটিয়ে 
নিশিপদ্ম ফোটে ; তুমি 
ছিলে তাই গুরু পারেন
শিষ্যের 
পীড়িত হৃদয়ে জালতে 
জাগরণমন্ত্র ।


তুমি ছিলে তাই ...........



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।