প্রসঙ্গ রোহিঙ্গা নির্যাতন - আরিফুল ইসলাম সাহাজি
দাও খুলে দাও ঐ সীমান্ত ফটক , রক্ষা কর মোদের মৃত্যুপুরী হতে হায়েনার লাল চোখ আজ বড় উজ্জ্বল কোটর হতে ঝরে লাল আগুন , পারছি না আর সইতে এ যাতন রক্ষা কর মোদের এ মৃত্যুপুরী হতে , খোলো সীমান্ত ফটক আমরা বাঁচতে চাই । তোমরা কি সব পাথর হয়ে গেছে , হে সভ্য ভ্রাতা পিতা পিতামহ ভুলে গেছে কি ভাতৃত্ব বন্ধন , দেখতে পাচ্ছ কি আমাদের শিশুদের শব ছড়ানো রয়েছে মাঠ পথ ও নদে , আমাদের নারীরা আজ সম্ভম হারানো নির্জীব প্রতিমা ,আমাদের যুবারা আজ গুলিবিদ্ধ ,ছুরির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে রাজপথে ! তোমরা কি সব পাথর হয়ে গেছে ! এই হিংস্র হায়েনাদের জন্য একটা বুলেট ও কি অবশিষ্ট নেই তোমাদের কাছে ! তোমরা কি সব পাথর হয়ে গেছে !