প্রসঙ্গ রোহিঙ্গা নির্যাতন - আরিফুল ইসলাম সাহাজি


দাও খুলে দাও ঐ সীমান্ত ফটক ,
রক্ষা কর মোদের মৃত্যুপুরী হতে
হায়েনার লাল চোখ আজ বড় উজ্জ্বল
কোটর হতে ঝরে লাল আগুন ,
পারছি না আর সইতে এ যাতন
রক্ষা কর মোদের এ মৃত্যুপুরী হতে ,
খোলো সীমান্ত ফটক
আমরা বাঁচতে চাই ।

তোমরা কি সব পাথর হয়ে গেছে ,
হে সভ্য ভ্রাতা পিতা পিতামহ
ভুলে গেছে কি ভাতৃত্ব বন্ধন ,
দেখতে পাচ্ছ কি
আমাদের শিশুদের শব ছড়ানো
রয়েছে মাঠ পথ ও নদে ,
আমাদের নারীরা আজ সম্ভম হারানো
নির্জীব প্রতিমা ,আমাদের যুবারা আজ
গুলিবিদ্ধ ,ছুরির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে
পড়ে আছে রাজপথে !
তোমরা কি সব পাথর হয়ে গেছে !
এই হিংস্র হায়েনাদের জন্য একটা বুলেট ও
কি অবশিষ্ট নেই তোমাদের কাছে !

তোমরা কি সব পাথর হয়ে গেছে !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধীবর বৃত্তান্ত নাটকের প্রধান কুশীলব ধীবরের চরিত্র বিশ্লষণ করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।

পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছেদ ও অদ্ভুত দর্শন বিষয়ক আলোচনা ।

দাম গল্পটি ছাত্র শিক্ষক পবিত্র সম্পর্কের উপর গভীর ছায়াপাত করেছে । মাস্টারমশায় শাসন করতেন , ভালবাসতেন না । এটা ঠিক নয় ' , আলোচনা করছেন বিশিষ্ট প্রাবন্ধিক আরিফুল ইসলাম সাহাজি ।