ই_বুকের গ্রহনযোগ্যতায় চ্যালেঞ্জের মুখে পড়ছে প্রকাশনশিল্প ॥
ই_বুক হল ই_মাধ্যমে পাঠ করা পুস্তক ।ই_বুক বিভিন্ন রকমের হয় ।পি.ডি.এফ বা আপস আকারে পড়ে নেওয়া যেতে পারে বিভিন্ন বিষয়ের দরকারি পুস্তক সমূহ ।ই_বুক যেমন সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে পড়া যায় ,তেমনি কিছু বই আবার ব্যয়সাপেক্ষ ।অসম্ভব জনপ্রিয় ই_বুক এই সময় । উত্তর আধুনিক যুগ এখন ।একটি সমীক্ষায় দেখা গেছে ,মোবাইল ফোন ব্যবহারকারি ভারতীয়দের চল্লিশ শতাংশ ব্যবহার করেন 4জি হাইস্পিড নেটওয়ার্ক ।ফলত ,এক নিমিষেই নিজের কৌতূহল মিটিয়ে নেওয়া যায় ইন্টারনেট থেকে । ই_বুকের এই ঈর্ষনীয় জনপ্রিয়তায় চ্যালেঞ্জের মুখে পড়ছে ঐতিহ্যবাহী প্রকাশনশিল্প ।একটা সময় বইপ্রিয় মানুষগুলো নিজেদের প্রয়োজনীয় মূল্যবান পুস্তকগুলো সর্বদা নিজের সংগ্রহে রাখতেন ।নামিদামি পাবলিকেশনের পাশাপাশি বইয়ের বাজারে দেখা যেত ছোট ,মাঝারি একাধিক প্রকাশন সংস্থা । প্রকাশন শিল্প ই_বুক ,ই_ম্যাগাজিনের ব্যাপক জনপ্রিয়তার দরুন মন্দার কবলে পড়ছে ।ফলত ,নামি প্রকাশন সংস্থাগুলো কোনরকমে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারলেও ছোট এবং মাঝারি প্রকাশন সংস্থাগুলো ক্রমশ বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে ।আগামি দিনে হয়ত আরও সংকটের মুখে পড়তে পারে এই ঐতিহ্যবাহি প্রকাশন...