করোনায় মৃত্যু দুই লক্ষ মানুষের । কোথায় গিয়ে থামবে মৃত্যু মিছিল ?
করোনা মহামারিতে জনজীবন ধ্বংশপ্রাপ্ত । বিশ্বব্যপী মৃত্যু মিছিল চলছে । এমন কোন দেশ নেই , যেখানে করোনা প্রভাবিত হয়নি । সারা বিশ্ব করোনায় আক্রান্ত হচ্ছে অমানুষিক গতিতে । প্রথমে চিন , পরে ইউরোপের দেশগুলো ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয়েছে । ইতালিতে মৃত্যু মিছিল থামলেও পৃথিবী অপরাশক্তি আমেরিকাতে মৃত্যুর ঘটনা বেড়েই চলেছে । এক সমীক্ষা অনুযায়ী , পৃথিবীতে এখনও পর্যন্ত দুই লক্ষ মানুষের মৃত্যু হয়েছে , করোনায় আক্রান্ত হয়ে ॥