বিভক্তি কি ? বিভক্তি শেখার সহজ উপায়
বাক্যের একটি শব্দের সঙ্গে অন্য্ শব্দের সম্পর্ক বা অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় ,তাদেরকে বিভক্তি বলে . বিভক্তি মূলত সাত ধরনের হয়ে থাকে . ১) প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি ২) দ্বিতীয়া বিভক্তি ৩)তৃতীয়া বিভক্তি ৪)চতুর্থী বিভক্তি ৫) পঞ্চমী বিভক্তি ৬)ষষ্ঠী বিভক্তি ৭)সপ্তমী বিভক্তি ১) প্রথমা বিভক্তি আমি ভাত খায় তুমি ছবি আঁকো পাখি ওড়ে রাত শেষ হয়েছে মা ...