পোস্টগুলি

মেঘনাদবধ কাব্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

''মাইকেল মধুসূদন দত্তের প্রিয় সৃষ্টি মেঘনাদ '',অভিষেক খণ্ডে মহাকবি পরম আদরের ফেবারিট ইন্দ্রজিৎ হয়ে উঠেছেন আদর্শ মানুষ :আলোচনায় - আরিফুল ইসলাম সাহাজি

ছবি
সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্ত এক বিশিষ্ট নাম ।মহাকবির কাব্যসত্ত্বার শ্রেষ্টতম বহিঃপ্রকাশ 'মেঘনাদবধ'কাব্য ।উক্ত কাব্যের কেন্দ্রীয় চরিত্র মেঘনাদ ,মধু কবির মহান সৃষ্টি ।বাংলা সাহিত্যের অনন্য সম্পদ মেঘনাদ ।আলোচ্য অভিষেক খণ্ডে মেঘনাদ অন্যমাত্রা পেয়েছে । পাঠ্যটির নিবিড় পাঠে দেখি মেঘনাদ আবির্ভূত হচ্ছেন প্রিয় ভ্রাতা বীরবাহুর নিদারুণ অকাল প্রয়াণের দুঃখ সংবাদ শ্রাবণের মধ্য দিয়ে ।রাজলক্ষ্মী প্রভাষা ছদ্ববেশে যুদ্ধ বিধ্বস্ত লঙ্কার করুন অবস্থা জানালে তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন ।দেশ ও জাতির চরম বিপদের দিনে বীর মেঘনাদ আমোদ প্রমোদে মগ্ন থাকায় নিজেকে আত্বধিক্কার দিতে থাকেন বারংবার -           ''হা ধিক মোরে ! বৈরিদল বেড়ে             স্বর্ণলঙ্কা ,হেথা আমি বামাদল মাঝে ?'' তিনি তো বাসব বিজয়ী ,সামান্য নর রামলক্ষণকে কিসের ভয় !,প্রবল আত্ববিশ্বাসে তিনি স্ত্রী প্রমীলাকে আশস্ত করে বলেন -             ''ত্বরায় আমি আসিব ফিরিয়া               কল্যাণী ,'' তিনি তো শুধু আদর্শ ...