হৃদয়ের ডাক - আরিফুল ইসলাম সাহাজি
হৃদয়ের ডাক এসেছে যেতে হবে অচিন্ত্যপুরে সেখানে নাকি প্রিয়া থাকে তালপাতার ছায়া ঘরে । বসন্তের আবাহন শরীরী শিহরণ অঙ্গে অঙ্গে উন্মাদনা আর শুধু হৃদয় নয়.. এবার দুটি শরীর চাই । হৃদয়ের ডাক এসেছে মন ছোটে রাজধানীর বেগে ..আজ কি আনন্দ নয়নে নয়নে কথা হবে চুম্বনে চুম্বনে মাতোয়ারা শরীরী খেলায় মাতব দুজনা । প্রেম শুধু হৃদয় নয় শরীর দিয়েও খেলতে হয় পৃথিবী সচল রাখতে এ দায়িত্ব তো বর্তায় ।